• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আসছে বাঘা যতীন পুরস্কার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০২:১২ পিএম
আসছে বাঘা যতীন পুরস্কার

শিগগিরই আসছে বাঘা যতীন গবেষণাকেন্দ্র প্রবর্তিতꦛ পুরস্কারের ঘোষণা। শিল্প-সাহিত্যের ৩ শাখায় এই পুরস্কার দেওয়া হবে।

সোমবার (২১ নভেম্বর)꧑ মহাখালী ডিওএইচএসে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরস্কারগুলো হলো ‘বাঘা যতীন প্রবন্ধ পুরস্কার’, ‘আকবর হোসেন কথাসাহিত্য পুরস্কার’ ও ‘গগন হরকরা কবিꦆতা পুরস্কার’।

বৈঠকে সভাপতিত্ব করেন বাঘা যতীন গবেষণাকেন্দ্রꦉের আহ্বায়ক অধ্যাপক ড. রকিবুল হাসান। উপস্থিত ছিলেন ড. শাফিক আফতাব, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক মো. ইসরাফিল হোসাইন, খুর্শিদা বারী মিলি, মিলন হাসান, মোহাম্মদ নূরুল হক, খান মামুন, মাইনুল হোসেন, হানিফ রাশেদীন প্রমুখ।

পুরস্কার প্রবর্তন সম্পর্কে ড. রকিবুল হাসান বলেন, “দেশে প্রচলিত পুরস্কারগুলো নিয়ে বিভিন্ন অপপ্র🐽চার চালু রয়েছে। অভিযোগ রয়েছে কোনো কোনো পুরস্কারের জন্য গ্রুপিং লবিং করতে হয়। প্রকৃত ও যোগ্য লোকদের পুরস্কৃত করা হয় না।”

ড. রকিবুল হাসান আরও বলেন, “এসব দিক চিন্তা করে প্রবন্ধ/গবেষণা, কথাসাহিত্য ও কবিতায় প্রকৃত যোগ্য ব্যক্তিদের পুরস্কৃত করার লক্ষ্♛যে এই পুরস্কার প্রবর্তন করা হচ্ছে। এই পুরস্কারের জন্য মনোনয়নের ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছ💃তা বজায় রাখা হবে।”

সংগঠনের সভাপতি আরও বলেন, “শিগগিরই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা ক⛄রা হবে। আশা করি, আমাদের♛ প্রবর্তিত পুরস্কার সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থাকবে।”

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!