• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভ্রমণের বই আগ্রা-দিল্লি-কোলকাতা


হাসান সাইমুম ওয়াহাব
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৭:১৩ পিএম
ভ্রমণের বই আগ্রা-দিল্লি-কোলকাতা

বইটির প্রচ্ছদের শব্দবন্ধনীতেই উল্লেখ আছে ‘ইতিহাস-ঐতিহ্য ও ভ্রমণের আদ্যোপান্ত”–এই কথাগুলো।  এটি যে একটি ভ্রমণ কাহিনী, সে বিষয়ে কোন সন্দেহ নেই; বরং বন্ধনীতে ব্যবহৃত শব্দগুলোই এই বইটির প্রাণভোমরা ! যেমনটি ভেতরের প্রচ্ছদেও লেখা আছে যে, “অতীত থেকে শুরু করে বর্তমান সময়ের রাজনীতি, স্থাপত্য, স্থাপনা, শিল্প, সাহিত্য, সমাজ, রীতিনীতি, সামাজিক প্রভাব, পরিণতি ও প্রাসঙ্গিক 💃বহুবিধ বিষয় নিয়ে আলোকপাত করা এই বইটি শেষ পর্যন্ত পাঠকের মনকে একটা অদ্ভুত টানে মোহাবিষ্ট করে রাখবে বলে আমাদের বিশ্বাস!” &ꦓnbsp;

তবে, একটানে পড়ে শেষ করার মতো ‘সুখপাঠ্যের বই’ এটি নয় বলেই আমার কাছে মনে হয়েছে। বইটিতে বিভিন্ন বিষয়ে গভীর ভাবনার অনুসঙ্গ রয়েছে। যে কারণে এটি পড়তে গিয়ে বারবার থামতে হয়েছে; মেলাতে হয়েছে অতীত–বর্তমান আর ভবিষ্যতের পরম্পরাগুলো! ভ্রমণ সাহিত্যে সাধারণত ‘আউটডোর লিটা♑রেচার’ হিসেবে প্রাকৃতিক দৃশ্যাবলীর রূপায়ন, ভ্রমণবিষয়ক স্মৃতিকথা ও ভ্রমণ গাইড–এসব বিষয়বস্তু লেখায় অন্তর্ভুক্ত হয়ে থাকে। বাংলাভাষার ভ্রমণ সাহিত্যে সচরাচর দেখা না গেলেও এই বইটিতে লেখক নাজিম ইসলাম পশি  ভ্রমণকাহিনীর সাথে সংশ্লিষ্ট ইতিহাস, ঐতিহ্য , রাজনীতি, মিথোলজি ও লোককাহিনী অত্যন্ত প্রাসঙ্গিকভাবে যোগ করে পুরো ভ্রমণকাহিনীকে সত্যিকার অর্থেই আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করে তুলেছেন।

আমার ক্ষুদ্র বিবেচনায়, এই বইটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, লেখক ভ্রমণকাহিনীর পাশাপাশি ভারতবর্ষ, তথা এই উপমহাদেশের আপামর জনগণের মানসজগতের একটা ছবি তুলে ধরতে পেরেছেন! দেশভাগের সংকট ও হাহাকার, উপনিবেশিক শাসনের সুফল-কুফল, ভারতীয় সংস্কৃতির উন্নত মান আর আত্মত্যাগের মত বিস্মৃত, উৎক🌳র্ষ মানবিক দিকগুলোকে তিনি বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন। বিশ্বখ্যাত মানুষদের জীবনের ‌‌অ্যানিকডোটগুলো অত্যন্ত কুশলতার সাথে লেখক তাঁর ভ্রমণ বৃত্তান্তে জুড়ে দিয়েছেন। এসব তথ্য-উপাখ্যান বিশেষ করে আমাদের আগামী প্রজন্মকে নিজেদের গৌরবময় অতীত সম্পর্কে আরো বেশী করে জানতে আগ্রহী করে তুলবে এবং পাশাপাশি আরো আত্ম-মর্যাদাবান ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে ভূমিকা রাখবে।


বইয়ের নাম: “আগ্রা-দিল্লি-কোলকাতা”

লেখক: নাজিম ইসলাম পশি

প্রচ্ছদ: ধ্রুব এষ

প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ

 

Link copied!