• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খারাপ কবিতা-১


অদিতি ভৌমিক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০২:৫৫ পিএম
খারাপ কবিতা-১

ওরা এসেছিল
ভালোবাসার বেসাতি করতে।
ওদের ছিল না কোনো পুঁজি
কেবল নিখাদ মনটুকু নিয়ে—
অপেক্ষা ছিল; দীর্ঘমেয়াদি।

মহাজনি কারবারে ওরা
চিরকালই অপটু।
তবু,
পসরা সাজিয়ে বসে,
না-বসে উপায় নেই বলে।
আর,
পড়শি ক্রেতারা আসে
একে একে
খুচরো কিছু আলাপের বিনিময়ে
কিনে নেয়—
ওদের অলস কাঁচা মন।

Link copied!