• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছড়া

কেঁচো খুঁড়তে সাপ এবং ছাগল খুঁড়তে বাপ!!


লুৎফর রহমান রিটন
প্রকাশিত: জুন ২২, ২০২৪, ০৮:৪৯ এএম
কেঁচো খুঁড়তে সাপ এবং ছাগল খুঁড়তে বাপ!!

ছেলে বলে বাবা বাবা,  
বাবা বলে বাবা না!
বললেই মেনে নেবে?
জনগণ হাবা না।

এরকম বাবা জানি কোটিতেও মেলে না
এই ছেলে এভারেজ সাধারণ ছেলে না।

একলাই একশো সে আব্বুকে ডোবাতে
মিডিয়া তো সয়লাব দু‍‍`জনার শোভাতে। 
আব্বুর বিস্তর টাকাকড়ি-আশীষে
মাত্রই একখানা কিনেছিলো খাসি সে!

ফেসবুকে সেই কথা ছবিসহ বলাতে 
সেই খাসি ফাঁসি হয়ে আব্বুর গলাতে 
সেট হয়ে গেলো হায়! আপসেট বাবাটা-- 
হায় হায় ফেসবুকে কী করেছে হাবাটা! 

ছেলে হলো ভাইরাল! ফুটানির শর্তে 
আব্বুটা পড়ে গেছে ব্ল্যাকহোলে,গর্তে!

ছেলে বলে বাবা বাবা,  
বাবা বলে বাবা না! 
বললেই মেনে নেবে?
জনগণ হাবা না।

০২
আজিকে স্মরণে আনি কোরবানী সূত্রকে--
কোরবানী করেছিলো পিতা তার পুত্রকে...

সেদিন হয়েছে বাসী, খাসি কেনাকিনিতে-- 
ফুটফুটে গরুটাকে পারিতেছি চিনিতে!

এইসব দেখেশুনে মোটা কয় সরুকে-- 
ছাগলটা কোরবানী দিয়ে দিলো গরুকে!!

অটোয়া, ২১ জুন ২০২৪

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!