• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খেজুর


আনিকা রাইশা হৃদি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৭:৫৮ পিএম
খেজুর

দোকানগুলোতে হরেক রকম ফলের পসরা 🍸সাজানো। একটি ছেলে এক ধ্যানে তাকিয়ে আছে দোকানগুলোর দিকে। দামি ফলগুলোতে নজর নেই। নজর এককোণে সাজানো খেজুরগুলোর দিকে। হাতে একটা টাকাও নেই।

দোকানি হাঁক ছাড়ছেন, ‘খেজুর নেন, খেজুর।‘
ছেলেটির কাতর স্বর,
‘চাচা। দুইটা খেজুর দেন।’

‘টাকা আছে?’
ছেলেটি মাথা নাড়ায়। যার অর্থ নেই।

দোকানি বিরক্ত হন।
‘যা ভাগ।’

ছেলেটি যায় না। দোকানি কাজে ব্যস্ত। ছেলেটি এক থাবা খেজুর নিয়ে দৌড়ে পালায়। 
‘চোর, চোর।’

বাড়ির সামনে আসার পর এক বৃদ্ধা আর্তনাদ করে জানান, ‘আলীরে তোর মা🎶 আর নাই।’

এখন আলী খেজুর কাকে খা🌼ওয়াবে? যে আবদার করেছ💯িল, সে তো আর নাই! মমতার সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছে।

Link copied!