কথাসাহিত্যিক ও গবেষক ড. আকিমুন রহমানের জন্মদিন উপলক্ষে খড়িমাটি প্রকাশনী বইমেলার আয়োজন করেছে। ঢাকার কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম প্রাঙ্গণে মেলা শুরু হবে ১৪ জানুয়ারি রোববার। মেলা চলবে ১৫ জানুয়ারি সোমবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই মেলায় খড়িমাটি থেকে প্রকাশিত বইয়ে থাকবে ৩০ শতাংশ ছাড় ও 𓂃অন্য প্রকাশনী থেকে বের হওয়া বইতে থাকবে ২৫ শতাংশ ছাড়।
বইমেলার পাশাপাশি প্রাঙ্গণে চলবে লে൲খকের সৃষ্টিকর্মের ওপর আলোচনা ও পাঠপর্যালোচনা। এ সময় লেখকস☂হ উপস্থিত থাকবেন দেশের শিল্পসাহিত্যাঙ্গনের অনেকে।
আকিমুন রহমান জন্মগ্রহণ করেছেন ১৪ জানুয়ারি ১৯৬০ সালে, নারায়ণগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্য🃏ালয় থেকে তিনি সম্পন্ন করেছেন স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। এরপর কাটিয়েছেন প্রবাসজীবন। তবে এখন তিনি ঢাকায় বসবাস করছেন। আকিমুন রহমানের উল্লেখযোগ্য গ্রন্থ : পুরুষের পৃথিবীতে এক মেয়ে (১৯৯৭), এইসব নিভৃত কুহক (২০০০), বিবি থেকে বেগম (১৯৯৬) প্রভৃতি।