• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদ পোশাকে ছেলে শিশুরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২, ১২:০১ পিএম
ঈদ পোশাকে ছেলে শিশুরা

রমজানের মাঝামাঝি। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধা🃏নীতে ঈদের কেনাকাটা। ঈদ মানেই শিশুদের নতুন জামা। তাই ঈদ কেনাকাটায় চাহিদা ব🐷াড়ছে শিশুদের পোশাকের। শপিংমল, মার্কেট ও পোশাকের শো-রুম গুলোতে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের খুদেদের নিয়ে কেনাকাটায় ব্যস্ত বাবা-মা। রাজধানীর শপিংমলগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে মানুষ প্রিয়জনদের জন্য কেনাকাটা করছে। 

বাজারে এখন শিশুদের বিভিন্ন ডিজাইনের ঈদ পোশাক এসেছে। প্রতিদিনই নতুন নতুন ডিজাইন ও নামের পোশাকের সমাহার দেখা যাচ্ছে। পণ্যের ভিন♊্নতায় দামের মাত্রাও রয়েছে কমবেশি। হাজারো ডিজাইন ও কালারের মাঝে নিজের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। এক দোকান থেকে অন্য দোকান ঘুরে পছন্দের পোশাক কিনছে ক্রেতারা। শিশুদের পোশাক ও জুতা বিক্রি হ🗹চ্ছে বেশি।

ঈদ পোশাক

চাহিদার সঙ্গে পছন্দমতো বাচ্চাদের জন্য পাঞ্জাবি ও শার্ট কিনছেন অভিভাবকেরা। ঈদ বাজারে এবার শিশুদের পণ্যে দখল করে রেখেছে পাঞ্জাবী, শার্ট, ফতুয়া, টিশার্ট, প্যান্ট, কবলি সেট ইত্যাদি। তবে এবছর গরম বেশি থাকার কারণে আরামের কথা মাথায় রেখে সুতি কাপড়ের পোশাকের চাহিদা একটু বেশি। সুতির পাশাপাশি লিলেন, কটন, সিল্ক, অ্যান্ডি সিল্ক কাপড়ে তৈরি বিভিন্ন পোশাকও থাকছে। এবার ছেলেদের পাঞ্জাবিতে নতুন নতুন বৈচিত্র্য এসেছে। বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রঙের পাঞ্জাবি আসছে। যেখানে ব্♌যবহার করা হয়েছে এমব্রয়ডারি ও প্রিন্টের কাপড়।

child eid dress

কিশোর বয়সের ছেলেদের জন্য আছে জিন্স প্যান্ট𓂃, গেবার্টিন প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, কাবলি সেট। এবছর হালকা এমব্রয়ডারি ও সুতির ওপর কাজ করা পাঞ্জাবি বেশি চলছে। কাবলি সেটও বেশি পছন্দ করছেন কিশোর বয়সের ছেলেরা। রাজধানীর বিপনিবিতানগুলোতে পোশাকের দাম কম বেশি লক্ষ করা যায়। মার্কেট ভেদে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, টি-শার্টের দাম ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 𒐪বাচ্চাদের নরমাল টি-শার্টগুলোর দাম ৩০০ টাকা, থ্রি কোয়ার্টার প্যান্টের দাম ২৫০ টাকা।

 

child panjabi

ঈদুল ফিতর যত এগিয়ে আসছে কেনাকাটায় তত ব্যস্ত হয়ে 🐻পড়েছেন রাজধানীর ক্রেতা-বিক্রেতারা। প্রতিটি মার্কেট ও ছোট ছোট দোকানগুলোও আলোকসজ্জায় ঝলমলে। দিনে ও মধ্যরাত পর্যন্ত সমানতালে চলছে বিকিকিন๊ি।

koti panjabi

এদিকে ঈদকে সামনে রেখে ফুটপাথের ব্যবসাও জমে উঠেছে। যাদের মার্কেটের ভেতর থেকে কেনার সামর্থ্♛য নেই তারা ফুটপাথ থেকে কম দামে পছন্দের পোশাক কিনছে। ফুটপাথের দোকানগুলোতে রয়েছে নানা রঙের ও ডিজাইনের পোশাক। 

Link copied!