উটকে ‘মরুভূমির জাহ🐻াজ’ বলা হয়। উটকে শান্ত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এদের ধৈর্য ও সহনশীলতার প্রতীক বলা হয়। তবে উট নিয়ে এমন অনেক অজানা তথ্য রয়েছে। এরই মধ্যে একটি হল উট নিরামিষভোজী প্রাণী হলেও সাপ খাওয়ানো হয় তাদের। কারণ জেনে নিই চলুন-
আসলে উটের একটা অদ্ভুত রোগ আছে। এই রোগের নাম হলো হাইম। এর অর্থ হলো ‘জীবন্ত সাপ গিলে ফেলা।’ এই রোগ হলে তারা খা🃏ওয়া দাওয়া বন্ধ করে দেয়। শরীর শক্ত হতে শুরু করে।
মধ্যপ্রাচ্যে প্রচলিত বিশ্ব🌳াস রয়েছে যে, উটের এই অবস্থা হলে তাকে একটি বিষাক্ত সাপ খাওয়ানো ✨প্রয়োজন। উটের মালিক তখন তার মুখ খুলে একটি বিষধর সাপ ঢুকিয়ে দেয়। এরপর পানি ঢেলে দেওয়া হয় যাতে সাপটি ভিতরে চলে যায়।
তবে বিজ্ঞানীরা এই রহস্যময় রোগ সম্পর্কে খুব বেশি তথ্য সংগ্রহ করতে পারেননি, যাতে চিকিৎসা করা যায়। তাই এমন পরিস্থিতির মুখোমুখি হলে, উটেরܫ মালিক কিং কোবরার মতো বিষাক্ত সাপ খাওয়ায়।
এরপর সাপের বিষের প্রভাব উটের গোটা সরিয়ে ছড়িয়ে পড়ে। বিষের প্রভাব কমতে শুরু করলে উটও ভালো হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই উট সম্পূর্ণভাবে সুস্থꦬ হয়ে ওঠে। যদিও এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।
পশু চিকিৎসকদের মতে, কিছু বিষাক্ত পোকামাক🦩ড়ের কামড়ে এই রোগ হয়। এর লক্ষ🐈ণগুলো হলো জ্বর, চোখ থেকে জল পড়া, রক্তশূন্যতা, শরীর ফুলে যাওয়া, শক্তির অভাব ইত্যাদি।
তাই এমন পরিস্থিতিতে যদি চিক꧃িৎসা না করা হয় তাহলে উটের মৃত্যু হতে পারে। তবে সাপ খাওয়ালে উটের নিরাময় হয় বলে চিকিৎসকরা এটিকে ভ্রান্ত ধারণা বলে মনে করেন।