অধিকাংশ বাসাবাড়িতেই এখন গ্যাস সংযোগ নেই। আবার সংযোগ থাকলেও গ্যাস থাকে খুবই কম। এই অবস্থায় প্রায় অনেক বাড়িতেই সিলিন্ডারের ব্যবহার বাড়ছে। গ্যাস সিলিন্ডার ব্যবহার করে নিত্যদিনের রান্না করা🦋 হচ্ছে। তাই বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডারের চাহিদা তুঙ্গে। অনেক কোম্পানি থেকেই গ্যাস সিলিন্ডারের সার্ভিস দেওয়া হয়। কোম্পানিতে ভিন্নতা থাকলেও গ্যাস সিলিন্ডার দেখতে কিন্তু একই রকম। অর্থাত্ রান্নার কাজে ব্যবহৃত প্রায় অধিকাংশ গ্যাস সিলিন্ডারই লাল রঙের হয়। এর পেছনে কারণ কী, জানেন?
বাজারে নীল রঙের সিলিন্ডার দেখা যায়। তবে তা খুবই কম। অধিকাংশ সিলিন্ডার লাল রঙের হয়। বিশেষ করে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার লালই হয়ে থা👍কে। গ্যাস সিলিন্ডারের নিচের দিকে কয়েকটা বড় বড় গোল ফুটো থাকে। এটিও বিশেষ কারণে দেওয়া থাকে।
জানা যায়, গ্যাস সিলিন্ডারের নিচের দিকে থাকা বড় গোল গর্তগুলোর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। গ্যাস সিলিন্ডার ব্যবহারের ফলে এর তাপমাত্🎃রা বেড়ে যায়। ওই সময় গর্তগꦐুলো থেকে বাতাস বের হতে থাকে। এতে সিলিন্ডারের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাই সিলিন্ডারের পৃষ্ঠ উত্তপ্ত হয় না। এতে গ্যাস সিলিন্ডার সুরক্ষিত থাকে।
কিন্তু সিলিন্ডারের গায়ে লাল রং থাকার কারণ কী? এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই। বরং সিলিন্ডারকে হাইলাইট করার জন্যই লাল রং দেওয়া হয়। যেন সিলিন্ডারট🌞ি দূর থেকেও সহজেই দেখা যায়। এটি বিপদ সংকে꧃তও নির্দেশ করে। যার মাধ্যমে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। লাল রং সহজেই মানুষের চোখকে আকৃষ্ট করে। এতে সিলিন্ডারের অবস্থানও সহজেই জানা যায়। তাই সতর্কও থাকা যায়। এই সাধারণ কারণ ছাড়া, অন্য কোনো কারণ নেই বলেই জানান সংশ্লিষ্টরা।