কালীপূজার সঙ্গে প্রদীপের বেশ ভালো যোগসূত্র রয়েছে। কালীপূজার দিনে ঘরকে আলোকিত করে মাটির প্রদীপ জ্বালান অনেকে। যদিও এখন ইলেক্ট্রিক আলোর দাপটে কমে এসেছে মাটির প্রদীপের প্রচলন। আবার মাটির প্রদীপ দ্রুত নিভে যায় বলেও মানুষ এখন মাটির প্রদীপে আগ্রহী নয়। তবে মাটির প্রদীপ ঘরে অন্যরকমের আমেজ তৈরি করে। তাই পূজার সন্ধ্যায় ঘরে মাটির প্রদীপ জ্বালাতে পারেন। এক্ষেত্রে প্রদীপ জ্বালানোর ক্ষেꦇক্রে কিছু টিপস অনুসরণ করতে পারেন যেগুলো প্রদীপের আয়ু বাড়াবে-
মাটির প্রদীপ জ্বালাতে চাইলে প্রদীপটি পূজার আগের সারারাত পানিতে ভিজিয়ে 🅺রাখুন। পরদিন সকালে ভিজিয়ে রাখা💮 প্রদীপটি রোদে শুকিয়ে নিন। শুকনো প্রদীপটি জ্বালান, এতে প্রদীপ দীর্ঘক্ষণ জ্বলবে।
প্রদীপ দীর্ঘসময় জ্বালিয়ে রাখতে চাইলে তুলোর সলতে কিনুন। তুলোর💝 𝔍সলতে অবশ্য ঘরেও বানিয়ে নিতে পারেন। তবে মনে রাখবেন গেঞ্জি কাপড়েরর সলতে জ্বালাবেন না। সলতে কাপড়েরর সলতে তাড়াতাড়ি তেল শুষে নিয়ে নিভে যায়।
প্রদীপ নিভে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে বাতাস। তাই এমন জায়গায় রাখুন যাতে প্রদীপের গায়ে বাতাস না লাগে। তবে বিশ্বাস করা হয়,
ভূত চতুর্দশীর রাতে দরজায় কিম্বা ঘরের কোণে, নর্দমার ধারে, শৌচালয়ে রাখল☂ে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। 𓃲;