• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কালীপূজায় মাটির প্রদীপ দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:০৭ পিএম
কালীপূজায় মাটির প্রদীপ দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখতে যা করবেন
ছবি : সংগৃহীত

কালীপূজার সঙ্গে প্রদীপের বেশ ভালো যোগসূত্র রয়েছে। কালীপূজার দিনে ঘরকে আলোকিত করে মাটির প্রদীপ জ্বালান অনেকে। যদিও এখন ইল🌟েক্ট্রিক আলোর দাপটে কমে এসেছে মাটির প্রদীপের প্রচলন। আবার মাটির প্রদীপ দ্রুত নিভে যায় বলেও মানুষ এখন মাটির প্রদীপে আগ্রহী নয়। তবে মাটির প্রদীপ ঘরে অন্যরকমের আমেজ তৈরি করে। তাই পূজার সন্ধ্যায় ঘরে মাটির প্রদীপ জ্বালাতে পারেন। এক্ষেত্রে প্রদীপ জ্♕বালানোর ক্ষেক্রে কিছু টিপস অনুসরণ করতে পারেন যেগুলো প্রদীপের আয়ু বাড়াবে-

মাটির প্রদীপ জ্বালাতে চাইলে প্রদীপটি পূজার আগের সারারাত পানিতে ভিজিয়ে রাখু𝔍ন। পরদিন ♉সকালে ভিজিয়ে রাখা প্রদীপটি রোদে শুকিয়ে নিন। শুকনো প্রদীপটি জ্বালান, এতে প্রদীপ দীর্ঘক্ষণ জ্বলবে।

প্রদীপ দীর্ঘসময় জ্বালিয়ে রাখতে চাইলে তুলোর সলতে কিনুন। তুলোর সলতে অবশ্য ঘরেও বানিয়ে নি💧তে পারেন। তবে মনে রাখবেন গেঞ্জি কাপড়েরর সলতে জ্বালাবেন না। সলতে কꦆাপড়েরর সলতে তাড়াতাড়ি তেল শুষে নিয়ে নিভে যায়।

প্রদীপ নিভে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে বাতাস। তাই এমন জায়গায় রাখুন যাতে প্রদীপের গায়ে বাতাস না লাগে। তবে বিশ্বাস করা হয়, 
ভূত চতুর্দশীর রাতে দরজায় কিম্বা ঘরের কোণ𒀰ে, নর্দমার ধারে, শৌচালয়ে রাখলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। 

Link copied!