• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদের রান্নায় লবণ বেশি হয়ে গেলে কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৩, ০৪:৪৬ পিএম
ঈদের রান্নায় লবণ বেশি হয়ে গেলে কী করবেন
ছবি: সংগৃহীত

ঈদের সময় নানান কাজের চাপে ভুলে তরকারিতে লবণ বেশি হয়ে যেতেই পারে। আর রান্নায় লবণ বেশি হয়ে গেলে কী অবস্থা হবেꩵ তা তো বলার অপেক্ষা রাখে না। যদি এমনটা হয়েও যায় তার সܫমাধানও রয়েছে। চলুন জেনে নিই-

রান্নায় পানি যোগ করুন
অতিরিক্ত লবণ দিয়ে ফেললে সেই রান্নায় পানꦺি মিশিয়ে নিন। পানি দিলে লবণের সঙ্গে খাবারের সামঞ্জস্যতা চলে আসে। সেইসঙ্গে পরিমাণমতো সবজিও মিশিয়ে দিতে পারেন। যদি মাংসতে লবণ বেশি হয়ে যায়, তবে মাংসের টুকরোগুলো তু🦄লে ধুয়ে নিন। এরপর আবার মিশিয়ে নিন।

টক দই 
রান্নায় লবণ কমানোর জন্🗹য এক টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। এতে রান্নার স্বাদ বদলে যাবে। সেই সঙ্গে রান্নার বাড়তি লবণের স্বাদও স্বাভাবিক হয়ে আসবে।

আলু 
রান্নায় লবণ বেশি হলে তা থেকে বাঁচাতে পারে আলু। কয়েকটি আলু কেটে ধুয়ে রান্নায় মিশিয়ে দিন। কাঁচা আলু অতিরিক্ত লবণ শুষে নেবে। এভাবে মিনিট বিশেক রেখে এরপর আলুগুলো তুলে💝 নিন। তাহলে লবণ অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।

ভিনেগার ও চিনি
তরকারির অতিরিক্ত লবণ স্বাভাবিক করতে ব্যবহার করতে পারেন ভিনেগার ও চিনি। এক টেবিল চামচ চিনির সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন। এটি রান্নায় লবণের স্বাদে সামঞ্জস্য আনবে। ভিনিগার টক ও চিনি মিষ্টি, তাই আপন🅠ার রান্নায়ও বাড়তি স্বাদ যোগ হবে।

ফ্রেশ ক্রিম 
অতিরিক্ত লবণের স্বাদ দূর করতে সাহায্য করবে ফ্রেশ ক্রিম। আপনার রান্নায় যদি লবণ বেশি হয়ে যায় তবে ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিম। এতে রান্নায় একটি ক্রিমি 😼ভাব ♉আসবে। লবণের পরিমাণও কমে যাবে।

পেঁয়াজ
খাবারের অতিরিক্ত লবণ কমানোর🍷 জন্য ব্যবহার করুন পেঁয়াজ। কাঁচা কিংবা ভাজা, দুই রকম পেঁয়াজই কার্যকরী এক্ষেত্রে। একটি বড় পেঁয়াজ দুই টুকরো কꩲরে রান্নায় মিশিয়ে নিন। কয়েক মিনিট পর ঝোল থেকে তুলে নিন। ঝোলের অতিরিক্ত লবণ শুষে নেবে কাঁচা পেঁয়াজ। একইভাবে ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন।

Link copied!