• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মোমবাতি তৈরির উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ১১:৩১ এএম
মোমবাতি তৈরির উপায়

ঘর সাজানো, ঘরের আলোর প্♔রয়োজন কিংবা উৎসব আয়োজনে প্রদীপ বা মোমবাতির আলো ব্যবহার করেন থাকেন বেশিরভাগ। আজকাল অনেক আকর্ষণীয় ও সুন্দর ডিজ🦋াইনের মোমবাতিও পাওয়া যায়। তবে দোকান থেকে কিনতে গেলে খরচ হয়ে যায় অনেকগুলো টাকা। তারচেয়ে ভালো ঘরে বসে নিজের হাতেই তৈরি করে ফেলা নিজের পছন্দমতো ডিজাইনের মোমবাতি। চলুন তাহলে পদ্ধতিটি জেনে নিই-

যা যা লাগবে

  • সাদা মোম
  • লাল মোম বা মধু মোম
  • এসটারিক অ্যাসিড
  • প্রয়োজনীয় রং
  • সলতের জন্য 
  • পাকানো মোটা সুতা
  • পেট্রোলিয়াম জেলি বা সাধারণ তেল
  • ছাঁচের জন্য মোটা কাগজ বা মোটা কাগজের বাক্স।

ছাঁচ তৈরি করবেন যেভাবে
প্রথমে মোমবাতি যে আকারের বানাতে চান সে অনুযায়ী মোটা কাগজ দিয়ে ছাঁচ তৈরি করে নিন। মোটা কাগজের তৈরি বাক্স থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর ছাঁচের ভেতরের দিকে পেট্রোলিয়াম জেলি বা ত🗹েলের প্রলেপ দিন। 

মোমবাতির জন্য যে সুতা ব্যবহার করবেন সেই সুতা ছাঁচের চেয়ে কিছুটা বেশি পরিমাণে রেখে কেটে নিন। এই সুতার এক প্রান্ত চিকন শক্ত কাঠির সঙ্গে বেঁধে নিন। সুতার শেষ মাথায় ভারী কোনো বস্তু বেঁধে ছেড়ে♛ দিন। এবার কাঠিসহ সুতাটি ছাঁচের ওপর আড়াআড়ি ভাবে বসান। 

খেয়াল রাখুন কাঠিটি যেন ছাঁচের ঠিক মাঝ বরাবর অবস্থান করে। এরপর ছাঁচের আকার অনুযায়ী মোম ঢাললেই মোমবাতি তৈরি হ෴বে।

মোম তৈরি করবেন যেভাবে
সাদা মোম যতটুকু নেবেন তার ৪ ভাগেꦏর ১ ভাগ নেবে🌞ন মধু মোম। এর সঙ্গে এসটারিক অ্যাসিড নেবেন মোট মোমের পরিমাণের ২০ ভাগ। এই অ্যাসিড এ কারণে ব্যবহার হয় যাতে মোমের রং নষ্ট না হয় এবং মোম যাতে ধীরে জ্বলে। 

মোমের সব উপকর𝔉ণ একসঙ𒉰্গে একটি পাত্রে নিয়ে জ্বাল দিন। মোম গরম হলে এতে রং দিন। মোম সম্পূর্ণরূপে গলে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন এবং কিছুক্ষণ বাতাসে রেখে ঠাণ্ডা করুন। তারপর এই তরল মোম সাবধানে ছাঁচের মধ্যে ঢালুন। 

ঢালা হয়ে বাতাসে রেখে এটাকে 🦋ঠান্ডা হতে দিন। ফ্রিজে রেখেও ঠাণ্ডা করতে পারেন। মোম একদম জমে গেলে সাবধানে ছাঁচ থেকে বের করে নিন। এভাবে এক রঙের মোমবাতি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন।

Link copied!