• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছেলেদের ব্ল্যাকহেডস দূর করবেন কীভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৩:১৫ পিএম
ছেলেদের ব্ল্যাকহেডস দূর করবেন কীভাবে

ব্ল্যাকহেডসের সমস্যা শুধুমাত্র মেয়েদেরই থাকে তা কিন্তু নয়। ছেলেদেরও এই সমস্যায় ভুগতে হয়। কারণ ব্ল্যাকহেডস হয় বেশিরভাগ ধূলাবালি থেকে। তাই যেহেতু মেয়েদের তুলনায় বেশি সময় ছেলেরা ধুলোবালির সংস্পর্শে থাকে এবং ত্বকের প্রতি কম যতꦛ্নশীল হয়। সেই কারণে ছেলেদের ব্ল্যাকহেডস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 

আমাদের নাকের দুপাশে, কপালে, গালে, চিবুকে, থুতনির ওপর, ঠোঁটের আশেপাশে যে ছোট ছোট বাদামি অথবা কালো এবং ত্বকের থেকে অল্প উঁচু অংশ থাকে তাকেই ব্ল্যাক𒁏হেডস বলে। অনেক সময় এই সমস্যা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। এটি যেকোনো বয়সে হতে পারে। চলুন ব্ল্যাকহেডস দূর করার কয়েকটি ঘরোয়া উপায় জেনে নিই-

টমেটো
টমেটোর খোসা ছাড়িয়ে♐ হামানদিস্তায় থেঁতো করে নিন। সঙ্গে হালকা পরিমাণ পানি ও চিনি মেশান। ব্ল্যাকহেডস আছে এমন জায়গায় সারারাত লাগিয়ে রাখুন। ঘুম থেকে জেগে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা
ঘৃতকুমারীর পাতা মা🔯ঝখান থেকে কেটে নরম শ্বাস বের করে নিন। পেস্ট তৈরি করুন এবং আলতো করে মুখে প্রলেপ দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্লꦏ্যাকহেডস দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

স্ট্রবেরি
একটি স্ট্রবেরি, আধা চা চামচ মধু আর আধা চা চামচ লেবুর রস একসঙ্গে মিশান। তারপর সেটা ব্ল্যাকহেডসের ওপর প্র🌱লেপ দিন। ১৫-২০ মিনিট পরꩲ ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

ডিমের ফেসপ্যাক
একটি ডিমের সাদা অংশ ও এক চা চামচ মধু ভালোভাবে ফে꧑টিয়ে নিন। ত্বকে লাগিয়ে না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পা𒅌নিতে ধুয়ে মুখ ফেলুন। এভাবে সপ্তাহে দুবার মুখে লাগান। ডিমের সাদা অংশে যে অ্যালবুমিন থাকে, তা ত্বকের ছিদ্রগুলোকে টাইট রাখে, ফলে ব্ল্যাকহেডস হয় না। বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এটি খুব উপযোগী।

স্টিম
লোমকূপ উন্মুক্ত করার জন্য স্টিম মেশিন বা গরম পানির ভাপ দিতে হবে। এক্ষেত্রে স্টিম মেশিন না থাকলে কাঁচের বোতলে অথবা মগে ভরে গামছা বা তোয়ালের ওপর দিয়ে ব্ল্যাকহেডস🌼ে তাপ দিতে হবে। তবে খুব বেশি তাপ দিলে ত্বকের ক্ষতি হবে।

দারুচিনি
এক চিমটি দারুচি🐎নির গুড়া ও ময়দার সঙ্গে সমপরিমাণ লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করুন। ব্ল্যাকহেডসের ওপর সারারাত লাগিয়ে রাখুন। সকালে মুখ ধুয়ে ফেলুন।

টক দই
টক দই, ধনেপাতা ও হলুদের মিশ্রিত পেস্ট দিয়েও ব্লাকহেডস দূর করা সম্ভব। এক্ষেত্রে মুখ ভালোভাবে ধুয়ে ব্যবহার করতে হবে𓄧। প্রতিদিন🐲 ১-২ ঘণ্টা ব্যবহারে ব্লাকহেডস থেকে মুক্তি মিলতে পারে।

নারিকেল তেল
শুষ্ক ত্বকের জন্য অর্গানিক নারিকেল তেল দিয়ে ২ মিনিট ♛ব্ল্যাকহেডসের ওপর ম্যাসেজ করুন। মরা কোষ ঝরে ব্ল্যাকহেডস থেকে মুক্তি মিলবে।

Link copied!