• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাথরুমকে ২ মিনিটে পরিষ্কার করবে যে পণ্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১১:৪৮ এএম
বাথরুমকে ২ মিনিটে পরিষ্কার করবে যে পণ্য
বাথরুম পরিষ্কার: প্রতীকী ছবি

বাড়ির প্রতিটি ঘর💫 প্রতিদিনই পরিষ্কার করছেন। বাদ যায় না বাথরুমও। বরং বাথরুমকে আরও বেশি পরিষ্কার রাখতে হয়। স্বাস্থ্যবিধির দৃষ্টি♓কোণ থেকে পরিষ্কার বাথরুম প্রতিটি বাড়িতেই গুরুত্বপূর্ণ। কারণ  বাথরুম অপরিষ্কার থাকলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

বাথরুম 🦄পরিষ্কারের জন্য বাজারে বিভিন্ন ব্যান্ডের  অনেক ক্লিনার পাওয়া যায়। কিন্তু অধিকাংশ ক্লিনারই মনের মতো ক্লিনিং করতে পারে না। তাই ঘরেই সমাধান খুঁজুন। আপনি যদি কেমিক্যালমুক্ত অলরাউন্ডার ক্লিনার খুঁজে থাকেন, তবে বেকিং সোডার চেয়ে ভালো বিকল্প হয় না। এটি ২ মিনিটেই আপনার বাথরুমকে চকচকে করবে।

বেকিং সোডা আপনার বাথরুমের দামি পাথরের ময়লা দূর করবে নিমেষেইꦕ। পাশাপাশি ক্ষতির হাত থেকেও 📖রক্ষা করবে। বাথরুমে বসানো শাওয়ারের মুখের নোংরা বা জ্যাম পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করুন। নতুনের মতো উজ্জ্বল করবে।

বাথরুমে পানি জমে থাকার কারণে টাইলসের ওপর হলুদ শ্যাওলা জমে থাকে। এই শ্যাওলা পরিষ্কার করতেও বেকিং সোডা কার্যকরী। 
বাথরুমের কাচ পরিষ্কার করা খুব কঠিন। কারণ ভিজে থাকা কাচ শুকিয়ে গে🎉লে পানির দাগ বসে যায়। এই দাগ তুলতেও বেকিং সোডা ব্যবহার করুন। বাথরুমের আয়না উজ্জ্বল রাখতে এটি খুবই সহায়ক।

Link copied!