• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাজ ধরে রাখুন দীর্ঘক্ষণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০২:২৯ পিএম
সাজ ধরে রাখুন দীর্ঘক্ষণ

ঘরের বাইরে প্রচণ্ড গরম। তবু বের🎀 তো হতেই হবে। হালকা হোক বা ভারী, মেকআপ কমবেশি সব মেয়েরা করে থাকে। কিন্তু রোদের তাপে শরীর ঘেমে যায় আমাদের সাজ।

সাজগোজের ব্যাপারে মেয়েরা বরাবরই পারদর্শী। তার সাথে যদি ♒জানা থাকে কিছু সহজ উপায় তাহলে তো আর কথায় নেই। আজকের আয়োজনে𒈔 আমরা জেনে নেবো তেমনই কিছু সহজ পন্থা। যার মাধ্যমে আমাদের মেকআপ এই গরমেও থাকবে একদম টিপটপ।

•    মেকআপ করার আগে ভালো করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর বরফের টুকরো রুমালে বা পরিষ্কার কাপড়ে বেঁধে পুরো মুখে ঘষে নিন। এতে ত্বক বেশ বিশ্রাম পায়। তারপর টোনার লাগিয়ে শুরু হবে মেকআপ।
•    প্রথমে কপালে আর নাকের দু’পাশে ভালো করে প্রাইমার লাগিয়ে নিন। কারণ মুখের মধ্যে এই দু’টি জায়গাই সবচেয়ে বেশি ঘেমে যায়। তার সঙ্গে আইলিডেও ভালো করে প্রাইমার লাগিয়ে নেবেন। তা হলে আইশ্যাডো লাগাতে সুবিধে হবে। আর চোখের সাজও হবে দীর্ঘস্থায়ী।
•    মুখে ফাউন্ডেশন লাগানোর সময় লিকুইড ফাউন্ডেশনের উপরে পাউডার ফাউন্ডেশন লাগালে মেকআপটা ভালো করে বসে যায়। তবে ব্লাশার বা আইশ্যাডো পাউডার বেস্ড না হওয়াই ভালো। তারচেয়ে ক্রিম বেস্ড মেকআপ প্রডাক্টই অনেকক্ষণ স্থায়ী হয়।
•    পুরো মেকআপ হয়ে গেলে ভালো করে ব্লটিং পেপার দিয়ে চেপে চেপে মুখের অতিরিক্ত তেল টেনে বের করে নিন। তা হলে পরে গরমে বা রোদে বেরোলেও মেকআপ গলে যাওয়ার ভয় থাকবে না।
•    ফেশিয়াল মিস্ট ব্যবহার করতে পারেন। এটা ত্বককে হাইড্রেটেড রাখে। তাই সঙ্গে রাখতে পারেন এই মিস্ট। সারা দিনে সময় পেলেই ত্বকে স্প্রে করে নিতে পারেন।
•    লিপস্টিক লাগানোর সময়েও লিপলাইন করবেন আলাদা করে। কারণ ঠোঁটে খুব একটা ঘাম না হলেও ঠোঁটের উপরের অংশে ঘাম হয়। আর তা মুছতে গিয়ে লিপস্টিক মুছে যেতে পারে।
•    গরমে দিনের বেলায় খুব চড়া মেকআপ না করাই ভালো। বরং হালকা সাজুন। কোনও পার্টিতে যাওয়ার জন্য ভারী ম🍃েকআপ একান্তই করতে হলে সঙ্গে রাখুন প্রয়োজনীয় মেকআপ সরঞ্জাম।

Link copied!