চুল শুকাতে ব্যবহার করা হয় হেয়ার ড্রায়ার। সাধার𒈔ণত গোসলের পর ভেজা চুল দ্রুত শুকাতেই হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয়। কিন্তু এই যন্ত্রটি চুলের জন্য় কꦅতটা উপকারী কিংবা এটা চুলের ক্ষতি করছে কিনা তা আমরা অনেকেই জানি না। সঠিক তথ্য না জেনেই অনেকে হেয়ার ড্রায়ার ব্যবহার করছেন। আবার অনেকে হেয়ার ড্রায়ার ব্যবহার এড়িয়ে যাচ্ছেন।
অনেকের ধারণা, হেয়ার ড্রায়ার ব্যবহার করলেই চুলের স্বাস্🌟থ্য খারাপ হয়ে যা🔥য়। তাই নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করা উচিত নয়। বরং প্রাকৃতিক বাতাসে এয়ার ড্রাই করাই ভালো।
বিশেষজ্ঞরা এই ধারণাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। আবার হেয়ার ড্রায়ার চুলের জন্য় ক্ষতিকর তাও বলছেন না। বরং তারা জানাচ্ছেন, চুল ঘন হলে ব্লো ড্রাই বা হেয়ার ড্রায়ার ব্যবহার করাই ভালো। ঘন চুল শুকাতে বেশি সময় লাগে। চুল অনেকক্ষণ ভেজা থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কারণ ভেজা চুল নরম থাকে। যা সহজেই ভ🐼েঙে যায়। আবার গোড়া থেকেও উঠে আসতে পারে। স্ক্যাল্পের সমস্যা হয়। তাই চুল দ্রুত শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার ব্যবহার কর💯া ভালো। অন্যদিকে যাদের ঘন নয় তাদের হেয়ার ড্রায়ার ব্যবহার করার প্রয়োজন নেই। তারা প্রাকৃতিক বাতাসেই চুল শুকিয়ে নিতে পারে।
বিশেষজ্ঞরা আরও জানান, হেয়ার ড্রায়ার ব্যবহার করার নিয়ম জানতে হবে। সঠিক নিয়মে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুলের ক্ষতি হবে ন𝔍া। যেম🍃ন_
· হেয়ার ড্রায়ার ব্যবহারের সময় তাপমাত্রা কম রা﷽খতে হবে। অর্থাৎ লো হিটে চুল শু♍কিয়ে নিতে হবে।
· চুল থেকে অন্𒆙তত ৬ ইঞ্চি দূরে রেখে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হবে।
· চুলের উপর থেকে নিচ পর্যন্🐎ত একই তাপমাত্রায় ড্রায়ারটি ব্যবহার করতে হব𒉰ে।
💃· হেয়ার ড্রায়ারে চুল শুকানোর আগে অবশ্যই হিট প্রোটেক্টিং সিরাম লাগিয়ে নিতে হবে।
· &♎nbsp; মাথার স্ক্যাল্প তৈলাক্ত হলে মাঝে মাঝে ব্লো ড্রাই করতে পারেন।