• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারীরা কেমন চুড়ি পছন্দ করেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৬:৪৮ পিএম
নারীরা কেমন চুড়ি পছন্দ করেন
ছবি: সংগৃহীত

চুড়ি শুধুমাত্র অলঙ্কার নয়, এটি নারীদের সৌন্দর্য এবং সংস্কৃতির প্♑রতীক। চুড়ির ধরণ, রঙ এবং ব্যবহার পদ্ধতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। তবুও মেয়েদের চুড়ির প্রতি ভালোবাসা এখনো ম্লান হয়নি। গবেষণায় জানা যায়, সিন্ধু সভ্যতার সময়েও চুড়ির ব্যবহার ছিল। ওই সময় চুড়ি সৌন্দর্য বৃদ্ধি🦂র ছাড়াও সামাজিক এবং ধর্মীয় রীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। মুঘল আমলে চুড়ির ব্যবহার আরও বেশি বিস্তৃত হয়। সেই আমলে চুড়ি শিল্পে বিভিন্ন ধরণের ডিজাইন ও নির্মাণ প্রণালী উন্নত হয়।

 প্রায় সব নারীই চুড়ি পছন্দ করেন। নিজেদেরব্যক্তিত্ব, ফ্যাশন চেতনা, এবং সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে তারা চুড়ি পড়েন। এটি নারীর রুচি এবং শৈলীর প্রতিফলনও ঘটায়। তৈরির উপাদান, রঙ, নকশা এবং কোথায় পরে যাবেন-এমন কিছু ✤বিষয় বিবেচনা করেই নারীরা পছন্দের চুড়ি বেছে নেন।

কাঁচের চুড়ি

অধিকাংশ বাঙা🅺লি নারীই কাঁচের চুড়ি অত্যন্ত প্রিয়। বিভিন্ন রঙ 🗹এবং ডিজাইনের কাঁচের চুড়ি পাওয়া যায়। যা নারীদের রুচি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। লাল, সবুজ, সোনালি, এবং রুপালি রঙের কাঁচের চুড়ি বিবাহ বা ধর্মীয় উৎসবে অনেক বেশি প্রচলিত। কাঁচের চুড়ি মেয়েদের হাতে এক বিশেষ সৌন্দর্য এনে দেয়। যা ফ্যাশন সচেতনতার প্রতীক হিসেবেও কাজ করে।

মেটালের চুড়ি

আধুনিক ও ট্রেন্ডি নারীরা মেটালের চুড়ি পছন্দ করেন।💎 এগুলো সোনালি, রুপালি বা অক্সিডাইজড ধাতু দিয়ে তৈরি হয়। নিয়মিত ব্যবহারের জন্য মেটালের চুড়ি বেশি জনপ্রিয়। এগুলো টেকসই এবং স্টাইলিশ হয়। এটি যেমন ফ্যাশনেবল, তেমনই সময়োপযোগীও। তরুণীরা হালকা ওজনের মেটালের চুড়ি পছন্দ করেন। জিন্স, সালোয়ার-কামিজ বা শাড়ির সঙ্গে দারুন মানিয়ে যায়।

ব্রেসলেট চুড়ি

যারা আধুন𒐪িক এবং ন্যূনতম শৈলীর ভক্ত, তারা ব্রেসলেট চুড়ি পছন্দ করেন। এটি অন্যান্য চুড়ির সঙ্গে মিশিয়ে পরা হয়। ব্রেসলেট চুড়ি সাধারণত মেটাল, চামড়া, বা কাপড় দিয়ে তৈরি হয়। এর নকশা ফ্যাশনের ট্রেন্ড অনুযায়ী বদল হয়। তাই এটি ফ্যাশনেবল এবং ব্যবহারেও আরামদায়ক।

ডিজাইনার চুড়ি

নারীরা তাদের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ডিজাই𓄧নার চুড়ি বেছে নিতে পছন্দ করেন। বিশেষ নকশা, রঙের 🌄মিশ্রণ, এবং উপাদানের বৈচিত্র্যের কারণে ডিজাইনার চুড়ি ফ্যাশনপ্রেমী নারীদের কাছে প্রিয়। এর মাধ্যমে নারীরা নিজেদের স্টাইল এবং স্বতন্ত্রতা প্রকাশ করতে পারেন। বিশেষ উপলক্ষের জন্য বিশেষভাবে তৈরিও করা যায় এসব ডিজাইনার চুড়ি।

 জড়োয়া চুড়ি

বিশেষ অনুষ্ঠানে মেয়েরা জড়োয়া চুড়ি পরতে পছন্দ করেন। জড়োয়া চুড়ি সাধারণত ভারী এবং দামী হয়। এটি বিয়ের কনের হাতে ൩বেশি শোভা টায়। এর ডিজাইন এবং শিল্পকলা অত্যন্ত সমৃদ্ধ হয়। যা নারীদের রুচি এবং অভিজাত্যের প্রতীক হিস𒀰েবে দেখা হয়।

Link copied!