• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নবদম্পতিরা সংসার সাজাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৬:২০ পিএম
নবদম্পতিরা সংসার সাজাবেন যেভাবে
নবদম্পতির নতুন সংসারে আনন্দঘন মুহূর্ত। ছবি: সংগৃহীত

বছরের শেষে হয় অনেক বিয়ের আয়োজনই হয়। এরপর বছরের শুরুতেই নবদম্পতিরা ছুটেন নতুন সংসার সাজাতে। নিজের ঘর, নিজের সংসার। অনুভূতিটাই অন্যরকম। সুন্দর একটি ঘর সা🥀জাতে করতে থাকেন নানা পরﷺিকল্পনা। ঘরের প্রয়োজনীয় ফার্নিচার, রান্নাঘরের টুকিটাকি কেনাকাটা লেগেই থাকে। নিজের রুচি আর নির্দিষ্ট বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজাতে হয় নতুন সংসার। নবদম্পত্তিরা একটু এক্সাইটেড থাকে। সেই সঙ্গে একটু নার্ভাসও থাকেন। কেননা ঘরকে আকর্ষণীয় ও মোহনীয় করে সাজানোটা তাদের কাছে অনেকটাই চ্যালেঞ্জ।

বর্তমান সময়ে বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনাররা রয়েছে। যাদেরকে নিজের পছন্দের কথা জানালে ঠিক তেমন করেই আপনার ঘরকে সাজিয়ে দিবে। তবে এরজন্য বড় অংকের টাকা পকেট থেকে বেরিয়ে যাবে আপনার।ꦚ যদি সামর্থের মধ্যেই ঘরকে সাজাতে চান তবে নবদম্পত্তিরা কিছু ধারণা নিতে পারেন এই আয়োজন থেকে।

  • নতুন সংসারে কী কী আসবাবপত্র প্রয়োজন তা আগে লিস্ট করুন। দুজন মিলেই তালিকাটি করতে পারেন। এরপর সামর্থ্যের কথা মাথায় রেখে প্রত্যেকটির জন্য় বাজেট করুন।
  • প্রথমেই বাড়ির বসার ঘর, খাবার ঘর, শোবার ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র কিনুন। এরপর বাকিগুলো সাজাবেন।
  • নতুন সংসারে আসবাবপত্র কেনার আগে বাসার আয়তনকে প্রাধান্য দিন। ছোট বাসার জন্য হালকা আসবাবপত্রই ভালো হবে। ভারী আসবাবপত্রে আপনার ঘর আরও ছোট দেখাবে। ভারী আসবাবপত্রের জন্য বড় ঘরই শ্রেয়।
  • ছোট ঘরের জন্য অতিরিক্ত আসবাবপত্র কেনা থেকে বিরত থাকুন। যত বেশি আসবাবপত্র হবে ঘর ততই বদ্ধ দেখাবে। বড় ঘর হলে বেশি আসবাবপত্রে সমস্যা নেই। তবে বাড়ির প্রতিটা ঘরের মাপ অনুযায়ী আসবাবপত্র দিয়ে সাজান।
  • আসবাবপত্রে দোকানে বানানো থাকে বিভিন্ন ডিজাইনের ডিভান, খাট, সোফাসহ আরও আইটেম। সেখান থেকে পছন্দ করে নিতে পারেন। তবে ভালো হয় নিজের ঘর অনুযায়ী পারফেক্ট মাপের আসবাবপত্র অর্ডার করে বানিয়ে নেওয়া। বর্তমান সময়ে স্লিম ফিট আসবাব বেশি জনপ্রিয়। কারণ এগুলো ঘরের জায়গাও কম লাগে।
  • বসার ঘরের সোফা আগে ঘরের আয়তন দেখে আকার নির্ধারণ করুন। এখন বসার ঘরের জন্য বিভিন্ন রঙের সোফা পাওয়া যায়। কমলা, হলুদ, গাঢ় সবুজের মতো উজ্জ্বল রঙের সোফা বেছে নিতে পারেন। ঘরের দেয়ালের সঙ্গে মানানসই হলে ভালো হয়।
  • বসার ঘরের জন্য় ডিভান কিনতে পারেন। ডিভানের ফোমে রঙিন কাপড় দিন। এটি ঘরের সৌন্দর্য বাড়াবে।
  • শোবার ঘরের আসবাবপত্র কেনার আগে মাথায় রাখুন তা যেন শৌখিনতার পাশাপাশি আরামেরও হয়। নিচু নকশার খাট এখন বেশ জনপ্রিয়। পাশে ল্যাম্পশ্যাড রাখতে পারেন। শোবার ঘরে টেলিভিশন না হওয়াই ভালো। এতে বিশ্রামের ব্যাঘাত ঘটে।
  • বাড়ির বারান্দায় একটু শৌখিনতা করতেই পারেন। বারান্দার স্লাইডিং ডোর থাকে। সেখানে একটু ভিন্ন পর্দার ব্যবহার করতে পারে। বারান্দার সামনের অংশ ম্যাট দিতে পারেন। সেখানে একটা ইজিচেয়ার দিলে মন্দ হবে না।
  • ডাইনিংরুমের জন্য মিনি ক্যাবিনেট করতে পারেন। বাজেট বেশি থাকলে ডিনার ওয়াগন বানিয়ে নিন।
  • অনলাইন ও অফলাইনে আসবাবের দাম ও মানের পার্থক্য যাচাই করে নিতে পারেন। ভালো আসবাবপত্র একটু দামী হলেও কিনে নিন। কারণ এগুলো অনেক বছর ব্যবহার করা যাবে।
  • আসবাবপত্র কিনতে এখন ইএমআই সুবিধাও পাওয়া যায়। ব্র্যান্ডের দোকান থেকে আসবাবপত্র কিনতে ব্যাংকিং সুবিধা নিতে পারেন। এতে ৩, ৬, ৯ ও ১২ মাস মেয়াদি ইএমআই সুবিধা পাওয়া যাবে।
Link copied!