‘মিথ্যা বলা মহাপাপ’-এই প্রবাদ সবারই জানা। তবুও মিথ্যা বলা কি আর থেমে থাকে। কারণে, অকারণে সবাই মিথ্যা বলে। অন্য়কে বিপদে ফেলতে, নিজেদের স্বার্ꦆথসিদ্ধি করতেও মিথ্যা কথা বলে অনেকে। আবার অনেকে ভালো কিছু আশায় বা উদ্দেশ্যেও মিথ্যা কথা বলে। এরমধ্যেই কেউ বেশি, আবার হয়তো কেউ কম মিথ্যা কথা বলে। কিন্তু মিথ্যা বলা বাদ যায় না কারোই। তবে জানেন কি, একটি মানুষ দিনে কতগুলো মিথ্যা কথা বলে?
কিছু গবেষক অনুমান করেন, গড়ে একজন মানু♐ষ প্রতিদিন প্রায় ১ থেকে ২টি মিথ্যা কথা বলে। কিꦡন্তু অন্য অনেক গবেষণায় প্রমাণ মিলেছে, মানুষ গড়ে প্রতিদিন ১০-১৫টির কাছাকাছি মিথ্যা কথা বলে থাকে।
সস্প্রতি জার্নাল অভ বেসিক অ্যান্ড অ্যাপ্লায়েড সোশাল সাইকোলজিতে প্রকাশিত একটি গব🔴েষণার তথ্য অনুযায়ী,🅺 ৬০ শতাংশ মানুষই অন্যের সঙ্গে টানা ১০ মিনিটের আলাপের পরেই মিথ্যা বলতে শুরু করে।
এদিকে বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের প্রতারণা বিশেষজ্ঞ টিমোথি লেভিনও এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন🌃। তিনি বলেন, 👍“মিথ্যা বলার হার আরও অনেক কম। গড়ে দিনে ২-৩টির বেশি মিথ্যে আমরা বলি না।“
কেউ মিথ্যা কথা বললে তাও সহজে বোঝা যায় বলে জানান বিশেষজ্ঞরা। তারা জানান, মিথ্যাবাদী চেনার কিছু উপায় রয়েছে। মিথ্যা বলার সময় মানুষ কিছু শব্দ বা বাক্য বারবার উচ্চাܫরন করেন। এর মধ্যে রয়েছে `সত্যি বলতে কী… বা আসলে...` এমন কিছু কথা বলে মিথ্যা শুরু করেন। যা শুনে সহজে൩ই সতর্ক হওয়া যায়।
এছাড়াও মিথ্যাবাদী চেনার অন্যܫতম উপায়ের কথা জানায় বিজ্ঞানও। বিজ্ঞানীদের মতে, মিথ্যা বলার সময় একজন মানুষের নাকের চারপাশে এবং চোখের ভিতরের কোণ গরম হয়ে যায়। যা মিথ্যাবাদী অন্যতম পরিচয় হতে🧔 পারে।