• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অল্প মেকআপেই নাক টিকালো হবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৪:৪৭ পিএম
অল্প মেকআপেই নাক টিকালো হবে যেভাবে
ছবি: সংগৃহীত

প্রত্যেক মানুষের নাকের আকৃতি আলাদা। লম্বা বা সোজা, চিকন অথবা দেখতে ছোট, এমন সব নাক। তবে অনেকেরই নিজের নাকের আকারে সন্তুষ্ট নয়। সেক্ষেত্রে এখন অল্প মেকআপেই নাকের আকার একদম বদলে দেওয়া সম্ভব। কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেই নাক টিকালো হবে। এক্ষেত্রে ফাউন্ডেশন বা কনসিলার পাউডার এর অন্যতম প্রধান উপকরণ। কিন্তু তা হতে হবে আপনার স্কিন টোন থেকে এক বা দুই শেড গাঢ়। শিখে নিন কী ভাবে নাকের নিখুঁ༺ত মেকআপ করবেন।

  • নাকে যদি ব্ল্যাকহেড থাকে তা হলে আগে তা দূর করতে হবে। যদি সময় কম থাকে, তা হলে নাকের উপর পুরু করে মাজন লাগিয়ে নিন। মিনিট কুড়ি পরে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • নাকের দুই পাশের হাড়ে ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে চিকন করে দাগ টেনে নিন। এবার একটি আইশ্যাডো ব্রাশ দিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। দাগ টানার আরেকটি সহজ উপায় হলো আই ভ্রুর শুরু বরাবর নাকের পাশে দাগ টানা।
  • দ্বিতীয় ধাপে নাকের মাঝবরাবর বা নাকের ব্রিজে হাইলাইটার ব্যবহার করতে হবে। হাইলাইটার হতে হবে আপনার স্বাভাবিক স্কিন টোনের চেয়ে ২–৩ ধাপ হালকা। হাইলাইটার ব্যবহার শুরু করতে হবে নাকের ওপরের দিক থেকে। কোনোভাবেই দাগ বেশি মোটা করা যাবে না। হাইলাইটার নাকের ওই অংশটিকে ফুটিয়ে তোলে। তাই চিকন করে ব্যবহার করলে নাক চিকন দেখাবে। আর মোটা করে ব্যবহার করলে মোটা দেখাবে।
  • যদি আপনার নাক নিচের দিকে মোটা হয়, তবে হাইলাইটার নাকের অর্ধেক অংশ থেকে ব্যবহার শুরু করুন।
  • সবশেষে একটি ব্লেন্ডারের মাধ্যমে হার্স লাইন বা গাঢ় দাগ ও হাইলাইটার আলতো করে মিশিয়ে নিন। তবে অনেক সময় ধরে মেশাবেন না।
Link copied!