দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। 🐽সেই হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি পবিত্র শবেꦫ বরাত।
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ꧑জাতীয় চাঁদ দে🍌খা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক।
সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
শবে বরাত কী? যে কারণে মর্যাদার
শাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের 💛নাম শবে বরাত। ‘শবে বরাত’ ফারসি শব্দ। ‘শব’ শব্দের অর্থ রাত, ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক♎্তির রজনি।
এই রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ। এ নিয়ে যেমন বাড়াবাড়ি করা উচিত নয়, তেমনিভাবে এই রাতের ফজিলতও অনস্বীকার্য। হজরত আবু বকর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, “শাবান মাসের ১৪ তারিখ রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন। সেই রাতে তিনি মুশরিক এবং অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।” (মুসনাদে বাজজার: ৮০, মুসনাদে 🤪আহমদ, হাদিস : ৬৬৪৬)