• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাড়ি নির্মাণে সমুদ্রের বালু ব্যবহার করা হয় না যে কারণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:৫৫ পিএম
বাড়ি নির্মাণে সমুদ্রের বালু ব্যবহার করা হয় না যে কারণে
ছবি: সংগৃহীত

বাড়ি নির্মাণে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে  একটি বালি। বাড়িতে শক্ত ও মজবুত রাখতে ভালো বালি ব্যবহার গুরুত্বপূর্ণ। কিন্তু তাই বলে সব বালি তো আর ব্যবহার কর হয় না।  নির্মাণে ব্যবহৃত বিভিন্ন ধরণের বালি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এগুলির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে এগুলির উপযুক্ত𒅌তাকে প্রভাবিত করে।

আসলে বাড়ি নির্মাণে ব্যবহারের আগে বালুর কিছু বৈশিষ্ট্য 𝓡যাচাই করে নেওয়া জরুরি। নির্মাণ কাজের জন্য গোলাকার বালুকণার চেয়ে অমসৃণ কৌণিক বালুকণার প্রতিরোধক্ষমতা বেশি।

নির্মাণকাজে ব্যবহারের জন্য বালুর যেসব গুণাগুণ থাকা প্রয়োজন, তার খুব কমই সমুদ্রের বালুতে আছে। সাধারণত মর🎉ুভূমির বালু খুবই মসৃণ এবং সূক্ষ্ম হয়ে থাকে। এই বৈশিষ্ট্যের কারণে নিরꦇ্মাণের সময় প্রয়োজনীয় রাসায়নিক বন্ধনে অংশ নিতে পারে না মরুর বালু। মরুভূমির বালু দিয়ে কোনো কাঠামো গঠন করা হলে ছোট আকারের জন্য কংক্রিটে এই বালুর পর্যাপ্ত শক্তি থাকবে না, তা ছাড়া মরুভূমির বালুর উন্মুক্ত কাঠামোর জন্য এই বালি শুকনা অবস্থায় কাঠামোর ভার বহন করতে পারলেও ভিজে গেলে ভেঙে পড়ে।

𝓡এ ছাড়া সমুদ্রের বালুতে লবণ থাকে, যা ইস্পাত ও লোহায় মরিচা ধরায়। যার কারণে সমুদ্রের বালি দিꦯয়ে কোন অবকাঠামো তৈরি করলে তা ভালো হয় না।

Link copied!