• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শরীরের কালচে দাগ যাবে ৫ উপায়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ০৭:৪৭ পিএম
শরীরের কালচে দাগ যাবে ৫ উপায়ে
ছবি: সংগৃহীত

শরীরের কিছু অংশ রয়েছে যা কালচে হয়ে থাকে। মুখ, চুল, হাত, পায়ের যত্ন নেওয়া হল🅷েও অবহেলিত থাকে ঘাড়, কনুই কিংবা হাটু। এসব অংশে মৃতকোষের স্তর জমে। একসময় তা কালচে হয়ে যায়। তবুও ওই অংশগুলোর ঠিকমতো যত্ন নেওয়া হয় না। অথচ এসব কালচে দাগ দূর করতে কোনো ব্র্যান্ডের দামী ক্রিমও ব্যবহার করতে হয় না। বরং ঘরোয়া উপায়েই এসব অবাঞ🐈্চিত কালচে দাগ দূর করা সম্ভব।

ঘরোয়া টোটকা দিয়েইꦿ কনুই, হাটু কিংবা ঘাড়ের কালচে দাড় দূর করে নিতে পারবেন। এর🅘 জন্য ৫টি উপায় মেনে চলুন। যেমন_

·&nb🧸sp;       পাতিলেবুর রস বা খোসা কালচে দাগ দূর করতে সাহায্য করবে। পাতিলেবুর খোসা গুঁড়ো করে মধু মিশিয়ে নিন। এটি কালচে দাগের অংশে ৩ মিনিট ঘষুন। এবার ধুয়ে নিন। ৭ দিনেই কালচে দাগ দূর হবে।

·  &nbs💧p; ;    কনুইয়ের উপর অ্যালোভেরা জেল লাগান। এর সঙ্গে কফি মিশিয়েও নিতে পারেন। সপ্তাহে ৩ বার এটি কালচে দাগে লাগিয়ে নিন। কালো ছোপ দাগ দূর হবে।

·        টমেটোর উপর সামান্য 💟হলুদ নিয়ে প্রতিদিন গোসলের আগে কনুই, হাটু বা ঘাড়ের কালো অংশের উপর ঘষে নিতে পারেন। এটি রোদে পোড়া দাগ দূর করবে। আবার উজ্জ্বলতাও বাড়াবে।

·    🐠;    কাঁচা দুধ আর হলুদের মিশ্রণও কালো দাগ দূর করবে। মিশ্রণটি কালচে দাগের উপর লাগিয়ে নিন। শুকিয়ে এলে কিছুক্ষণ স্ক্রা꧙ব করুন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন।

·        নারকেল 🍸তেল দিয়েও কালো দাগ দূর করা সম্ভব। কালো দাগের অংশে দু‍‍`ফোঁটা নারকেল তেল নিয়ে ভালোভাবে মালিশ করুন। নারকেল ত🧸েলে থাকা ভিটামিন ই ত্বকের কালচে ভাব দূর করবে।

Link copied!