• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্ব শিক্ষক দিবস

শিক্ষকদের প্রতি সম্মানে বিশিষ্টজনদের উক্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০১:৩২ পিএম
শিক্ষকদের প্রতি সম্মানে বিশিষ্টজনদের উক্তি

৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা  শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা জানাতে প্রতিবছর দিবসটি পালিত হয়। বুনিয়াদি শিক্ষা  থেকে শুরু করে আম🌳াদের পথ দেখানো পর্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন শিক্ষকরা। শিক্ষার বাতিঘর হিসেবে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন তারা।

একটি ভালো সমাজ গঠনে সহায়ক হতে সাহায্য করেন শিক্ষকরা। আমাদে💧র মধ্যে কিছু অতিꦛ প্রয়োজনীয় মূল্যবোধ ও বিশ্বাস প্রদান করেন। শিক্ষকদের কাঁধে যেসব মহান দায়িত্ব রয়েছে, তা আমাদের স্মরণ করিয়ে দিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। দিবসটি শিক্ষকদের অধিকার ও মর্যাদার একটি অনুস্মারক হিসেবে কাজ করে।

১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেসকো) ৫ অক্টোবরক✱ে বিশ্ব শিক্ষক দ𒅌িবস হিসেবে ঘোষণা করে।

বিশ্𓂃ব শিক্ষক দিবসে শিক্ষকদের অবদান স্মরণ করে বিশিষ্টজনরা বিভিন্ন উক্তি দিয়েছেন।

আলেকজান্ডার দ্য গ্রেট বলেছেন, &ldquo꧑;আমি বেঁচে থাকার জন্য আমার বাবার কাছে ঋণ💛ী, কিন্তু ভালোভাবে বেঁচে থাকার জন্য ঋণী আমার শিক্ষকের কাছে।"

ব্র্যাড হেনরি বলেন, “একজন ভাল শিক্ষক আশা জাগাতে পারেন, কল্পনাশক্তিকে উজ্ꦬজ্বল করতে পারেন এবং শেখার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে পারেন।”

♍আলবার্ট আইনস্টাইন বলেন, “সৃজনশীল অভিব্যক্তি এবং জ্ঞানে আনন্দ জাগানো শিক্ষকের সর্বোচ্চ শিল্প।”

নোবেল পুরুস্কারপ্রাপ্ত মালালা ইউসুফজাই বলেন, “আসুন আমরা মনে রাখি: একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক বিশ্বকে বদলে ꦬদিতে পারে।”

মাইকেল মরপুরগো বলেন, “শিক্♏ষকই পার্থক্য তৈরি করেন, শ্রেণিকক্ষ নয়।”

ম্যাগি গ্যালাঘার বলেন, “আশপাশের সমস্ত কঠিন কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো একজন ভালো শꦜিক্ষক হওয়া।&rdqu🧜o;

এফ সায়নিল জোসে বলেন, &ldquo💃;শিক্ষকদের প্রভাব শ্রেণিকক্ষের বাইরে, ভবিষ্যতেও বিস্তৃত।”

ইউজিন পি বার্টিন বলেন, “শিক্ষ💫ণ হচ্ছে অন্যের উন্নয়নে নিজের প্রতি একটি সম্মান রেখে যাওয়া এবং নিশ্চয়ই ছাত্র একটি ব্যাংক, যেখানে আপনি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ জমা করতে পারেন।”

চার্লস কুরাল্ট বলেন, “ভালো শিক্ষকরা জানেন কীভাবে ꦕশিক্ষার্থীদের মধ্যে সেরাটা বের করতে হয়।”

বিল গেটস বলেন, “প্রযুক্তি কেবল একটি হাতিয়ার। বাচ্চাদের এ🍨কসাথে কাজ করার এবং তাদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে, শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ফিলিপ উꦏইলি বলেন, “জীবনে একজন ভালো শিক্ষক কখনো কখনো একজন অপরাধীকে কঠিন নাগরিকের মধ্যে পরিবর্তন করতে পারে।”

Link copied!