• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গরমে সুগন্ধি থাকবে অনেকক্ষণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ১১:৩২ এএম
গরমে সুগন্ধি থাকবে অনেকক্ষণ

গরমে প্রচণ্ড ঘাম হয়। ঘাম থেকে দুর্গন্ধ হয়। কারো শরীরে দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে বাইরে বের হলেই বিব্রত হতে হয়। ঘামের দুর্গন্ধ🌸 দূর করতে বাজারে নানা ব্র্যান্ডের পারফিউম পাওয়া যায়। পারফিউম ব্যবহার করলেও তা কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায় ঘামের দুর্গন্ধের সঙ🌞্গে। এতে আরও বেশি বিব্রত হতে হয়।

শরীরকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত রাখতে বডি স্প্রে, ডিওড্রেন্ট ব🦋া এ ধরনের সুগন্ধিকে বেশি কার্যকরী করতে কিছু কৌশল অবলম্বন করুন। এটি ঘামের উটকো গন্ধ থেকে দীর্ঘ সময় ধরে সুগন্ধ দিবে আপনার শরীরে।

  • যে ব্র্যান্ডের পারফিউম পছন্দ করেন, তার একটি পকেট পারফিউম সবসময় সঙ্গে রাখতে পারেন। কিছুক্ষণ পরপর ব্যবহার করুন।
  • অনেকেই ডিওড্রেন্ট বা পারফিউম জামা কাপড়ে ব্যবহার করেন। যাদের ঘামের প্রচণ্ড গন্ধ হয় তারা এই ধরনের কাজ একেবারেই করবেন না। এতে ডিওড্রেন্টের সুগন্ধ আরও দ্রুত কমে যায়।
  • ডিওড্রেন্ট বা পারফিউম শরীরে স্প্রে করুন। সঙ্গে সঙ্গে গায়ে জামা না পরে সুগন্ধি সারা গায়ে ছড়িয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর জামা পরে নিন।
  • শরীরে ঘাম যেন কম হয়, তা খেয়াল রাখুন। অতিরিক্ত ঘামলেই ডিওড্রেন্টের সুগন্ধি নষ্ট হয়ে যায়। তাই ফ্যান বা এসির নিচে থাকার চেষ্টা করুন। রোদে কম বের হবেন।
  • শরীরের বিভিন্ন অংশে সুগন্ধি ব্যবহার করুন। বগলে সুগন্ধি ব্যবহারের পর ঘামের গন্ধে কিছুক্ষণের মধ্যেই ফিকে হয়ে যায়। তাই কানের পেছনে, গলায়, হাতের কনুইয়ের কিছু উপরে পারফিউম ব্যবহার করুন। শরীরের এসব স্থান তুলনামূলক কম ঘামায়। এতে সুগন্ধি দীর্ঘ সময় স্থায়ী হয়।
  • যে ব্র্যান্ডের বডি স্প্রে বা ডিওড্রেন্ট ব্যবহার করবেন, সেই ব্র্যান্ডের অন্য প্রসাধনীও ব্যবহার করুন। যেমন সাবান, ক্রিম, জেল ইত্যাদি। এতে দিন শেষে পারফিউমের সুগন্ধ কমে গেলেও অন্য প্রসাধনীর সুগন্ধি সতেজ রাখবে।
Link copied!