• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১২:১৬ পিএম
নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৫-বি ডিইও ব্যাচের দুইটি শাখায় জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১ নভেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আ🌄গামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচের নাম
২০২৫বি ডিইও

পদের নাম
সরাসরি কমিশন্ড অফিসার

শিক্ষা শাখা (বিবিধ বিষয়) – পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যোগ্যতা
সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মানཧ) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো ২টি বিষয়ে এ গ্রেড, যেকোনো ৪টি বিষয়ে ব🦩ি গ্রেড ও এ-লেভেল এ যেকোনো ৩টি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে। (১) বাংলা (২) ইংরেজি (৩) পদার্থ (৪) রসায়ন

নিয়োগ
চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হ꧟িসেবে ‘এ্যাক্টিং সাব লে𝓡ফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।

শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – পুরুষ ও মহিলা

শিক্ষাগত যোগ্যতা
সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো ৩টি বিষয়ে এ গ্♔রেড, যেকোꦡনো ৩টি বিষয়ে বি গ্রেড ও এ-লেভেল এ যেকোনো ১টি বিষয়ে এ গ্রেড, যেকোনো ২টি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।

নিয়োগ
চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড ꧋অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স♛্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।

সব শাখার জন্য শারীরিক যোগ্যতা
পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ 𓂃ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্ღথায় ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

বয়স
১ জু🐭লাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভ𒁃িট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা
বিবাহিত/অবিবাহিত

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়
৩১ ডিসেম্বর ২০২৪

Link copied!