• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোরআন পোড়ানোর প্রতিবাদে উত্তাল সুইডেন, আটক ১৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০২:৪০ পিএম
কোরআন পোড়ানোর প্রতিবাদে উত্তাল সুইডেন, আটক ১৭

অভিবাসনবিরꦛোধী একটি উগ্র সংগঠন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন🀅 পড়ানোয় টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে সুইডেনে। 

এ ঘটনায় এ পর্যন্ত তিনজন আহত হয়েছে। অন্তত ১৭ জ🌠নকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিক্ষোভের মাঝেই আবারও কোরআন পোড়ানোর হুমকি দিয়েছে সংগঠনটি।

বিবিসি জানায়, সুইডেনের কট্টরপন্থী গোষ্ঠী স্ট্রাম কুর্স বৃহস্পতিবার একটি কোরআন পোড়ায় এবং আগামী সমাবেশে আবারও একই পরিকল্পনার ঘো♛ষণা দেয়। 

সুইডেনের বাইরেও এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে এ ঘ෴টনার প্রতিবাদ জানিয়েছে ইরাক ও ইরানের প⛄ররাষ্ট্রমন্ত্রণালয়।

শনিবার রাতে মালমো শহরে কট্টরপন্থী সংগঠনটির বিরুদ্ধে 🤡প্রতিবাদে নামেন মুসলিমরা। এই সংগঠনটি অভিবাসন ও ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত। 

রাসমুস পালুডান নামের এক উগ্রপন্থী নেতা এই দলট๊ির নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে এর আগেও কোরআন পোড়ানো ও সহিংসতা ছড়ানোর অভিযোগ এসেছে। বর্ণবাদের দায়ে💧 জেলও খেটেছেন কয়েক মাস।

শনিবার থেকে সুইডেনের কয়েকটি শহরে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। স্টকহোꦦমের, লিনকোপিন ও নরকোপিন শহরে ꦿউগ্রবাদীদের মিছিলের পর উত্তেজনা বাড়ে।

বিক্ষোভকারীরা এসময় গাড়িতে আগুন দেয় ও পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ে। সংঘর্ষে অন্তত ১৬ জন পুলিশ 🌞আহত হয়েছেন। পুলিশের কয়েকটি গাড়িরও ভাঙচুর করা হয়🐷েছে। 

Link copied!