স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ধড় থেকে মাথা আলাদা করে ফেলেছেন এক যুবক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে🍌 ভারতের পশ্চিমব🥀ঙ্গের পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এক প্রতিবেদ⛄নে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
আনন্দবাজারের তথ্যমতে, পারিবারিক কলহের জেরে পটাশপুর থানার চিস্তিপুর গ্🐈রামের বাসিন্দা গৌতম গুছাইত নামের এক যুবক তার স্ত্রীকে হত্যা করেছেন। কাটারি দিয়ে স্ত্রীর গলায় কোপ দ𓃲িয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেন। এরপর কাটা মাথা নিয়ে রাস্তার পাশে একটি বেঞ্চে গিয়ে বসে থাকেন তিনি।
স্🅠থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরেই ওই পরিবারে পারিবারিক কলহ চলছিল। তার জেরেই এ হত্যাকাণ্ড। খুনের পর স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন ওই যুবক। নিজেই🌊 দড়ি দিয়ে একটি জায়গা ঘিরে নিয়ে সেখানে একটি বেঞ্চে বসে পড়েন। পাশে রাখেন কাটা মাথা। হাতে ছিল কাটারি।
স্থানীয় 🍸কয়েকজন চেষ্টা করেও তার কাছে ঘেঁষতে পারেননি। পরে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার মা-বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় 💫নিয়ে গেছে পুলিশ।