মাಌর্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত যাদুঘর ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’ পাচার হওয়া ১৫টি পুরনো ভাস্কর্য ভারতের কাছে ফেরত দেবে। সু𒐪ভাষ কাপুর এক পাচারকারী ভাস্কর্যগুলো তাদের কাছে বিক্রি করেছিল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
শনিবার (১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম𝕴 এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মেট্রোপলিটন যাদুঘর এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভারত সরকারের কাছে ভাস্করগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ভাস্করগুলো খৃষ্টপূর্ব প্রথম শতাব্দী থেকে একাদশ শতাব্দী খৃষ্টাব্দ ✃পর্যন্ত বিভিন্ন সময়ে নির্মিত হয়েছিল। যা নির্মিত হয়েছিল পোড়ামাটি, পাথর ও তামার সাহায্যে। গবেষণার মাধ্যমে সমস্ত প্রত্নতাত্ত্বিক শিল্পকর্ম টিকিয়ে রাখতে এবং কার্যকর সংরক্ষণে বদ্ধপরিকর তারা।
মেট্রোপলিটন যাদুঘরের সঙ্গে ভারত সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক অনেক আ🍨গে থেকে। তারা এখন বেশ খুশি এই কারণে যে, ভারতের কাছে ভাস্কর💧গুলো ফিরিয়ে দিতে পেরেছে।
যাদুঘরটি সুভাষ কাপুরের কাছ থেকে কেনা ঐ ভাস্করগুলো নিয়ে খবরাখবর নেওয়ার জন্য হোমল্যান্ড সꦯিকিউরিটির সঙ্গে ২০১৫ সালে যোগাযোগ করেছিল।