প্রথমবার চাঁদে ভ্রমণ করা নাসার বিজ্ঞানী ও মহাকাশচারী ইউলিয়াম বিল 🙈অ্যান্ডার্স বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (৭ জুন) সান জুয়ান দ্বিপের কাছে সাগরের মধ্যে তাক💖ে বহনকারী ছোট বিমানটি বিধ্বস্ত হলে তিনি মারা যান।
খবর বিবিসির।
অ্যান্ডার্সের ছেলে গ্রেগ তার বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্য♛মকে নিশ্চিত করেছেন।মার্কিন 🅺কোস্ট গার্ডের ডুবুরীরা তার মরদেহ সাগর থেকে উদ্ধার করেছেন।
ইউলিয়াম বিল অ্যান্ডার্সই ব্যক্তি যিনি পৃথিবীর নিম্ন কক্ষপথ ছেড়ে চাঁদে ভ্রমণ করেছিলেন। সহযাত্রী নভোচারী ফ্র্যাঙ্ক বোরম্যান এবং জিম লাভেলের সঙ্গে অ্যান্ডার্স চাঁদকে দশবার প্রদক্ষিণ করেছিলেন এবং ক্রিসমাস ইভ জেনেসিস রিডিংসহ লাইভ ইমেজ এবং তথ্যচিত্র পৃথিবীতে ফিরে সম্প্রচার করেছিলেন।🥃 চন্দ্র কক্ষপথের একটি আইকনিক আর্থরাইজ ছবি তুলেছিলেন তিনি।
তিনি ১৯৩৩ সালের ১৭ অক্টোবর জন্স গ্রহণ করেন, ২০২৪ সাল🧸ে ৭ জুন বিমাꦦন বিধ্বস্ত হয়ে ৯০ বছর বয়সে মারা যান।
অ্যান্ডার্স ছিলেন একাধারে যুক্🐲তরাষ্ট্রের বিমান বাহ𓃲িনীর (ইউএসএএফ) মেজর জেনারেল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার , নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, নাসা মহাকাশচারী এবং ব্যবসায়ী। ১৯৬৮ সালের ডিসেম্বরে মহাকাশযান অ্যাপোলো-৮ এর ক্রু ছিলেন বিল অ্যান্ডার্স।