আইফোন ১৬ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকা🅺র। অ্যাপলের দেশটিতে বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় এ নিষেধাজ্ঞার জারি করা হয়।
এ বিষয়ে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কর্তাসাসমিতা জানিয💜়েছেন, দেশটিতে আইফোন ১৬ ব্যবহার বা বিক্রি আইনবিরোধী। এমনকি অন্য দেশ থেকে আইফোন ১৬ কিনে এনে ব্যবহারের বিষয়েও সতর্ক করা হয়েছে।
কর্তাসাসমিতা আরও বলেন, “যদি ইন্দোনেশিয়ায় কোনো আইফোন ১৬🌺 ব্যবহার করা হয়, তাহলে সেটি অবৈধভাবে ব্যবহার হিসেবে গণ্য হবে। আইফোন ১৬ এর জন্য কোনো আন♍্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি সার্টিফিকেশন এখনো ইস্যু করা হয়নি।”
জ🏅ানা গেছে, প্রতিশ্রুতি অনুযায়ী ইন্দোনেশিয়ায় প্রায় ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করার কথা অ্যাপলের। কিন্তু প্রতিশ্রুত বিনিয়োগের মধ্যে এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ 🥃করেছে সংস্থাটি।
এর আগে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী অ্যাপলের বিনিয়োগ ঘাটতির কথা উল্লেখ করে জানান, আইফোন ১৬ বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ হতে পারে। অ্যাপলের টিকেডিএন সার্টিফিকেশন এখনো সম্পন্ন হয়নি। টিকেডিএন সার্টিফিকেশন বা ডোমেস্টিক কম্পোনেন্ট লেভেল সার্টিফিকেশনের মাধ্যমে ইন্দোনেশিয়াতে অ্যাপলের পণ্য বিক্রি করতে হলে সেই প্রতিষ্ঠানের ন্যূনতম ৪০% স্থানীয় কনটেন্ট ভ্যালুর দরকার হয়। অর্থাৎ পণ্যের উপাদান, সেবা বা মান স্থানীয়ভাবে 𓆉প্রক্রিয়াজাত ক♚রতে হয়। এ শর্ত পূরণের জন্য প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে উৎপাদনকেন্দ্র বা গবেষণাকেন্দ্রের মতো অবকাঠামো তৈরি করতে হয়। এই সার্টিফিকেশন অ্যাপলের ইন্দোনেশিয়ায় গবেষণা ও উন্নয়নকেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক এর আগে গত এপ্রিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো🎀 উইদোদোর সঙ্গে দেখা করে দেশটিতে অ্যাপলের নিজস্ব উৎপাদনকেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।