• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন রুশ-মার্কিন নভোচারীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৩:২১ পিএম
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন রুশ-মার্কিন নভোচারীরা
ছবি: সংগৃহীত

রুশ-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চললেও একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেনে দেশ দুটির তিন মহাকাশচারী। রুশ মহাকাশ সংস্থা রোসকসমসের বরাতে শনিবার (১৬ সেপ্টে༺ম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ই♏উরো নিউজ।

রাশিয়ার মহাকাশ সংস্থা বলেছে, শুক্রবার রোসকসমস মহাক🐎াশচারী ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চুবসহ নাসার নভোচারী লোরাল ও’হারা কাজাখস্তানের বাইনোকুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে উঠেছিলেন। তিন ঘণ্টা পর মহাকাশযানটি আইএসএসে পৌঁছায়। সেখানে তারা তিন রাশিয়ান, দুই আমেরিকান, এক জাপানি নভোচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার এক প্রতিনিধির সঙ্গে যোগ দেন।

প্রসঙ্গত, রাশিয়া প্রায় ৫০ বছর পর চালানো চন্দ্রাভিযান গত মাসে ব্যর্থ হওয়ার পর মহাকাশ স্টেশনে গেলেন দেশটির নভোচারীরা। আইএসএস হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহযোগিতার ♐একটি ব্যতিক্রমী ভেন্যু। এসব নভোচারী এমএস-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। সূত্র: ইউরো নিউজ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!