• ঢাকা
  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খাবার স্যালাইনের উদ্ভাবক রিচার্ড মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০২:১৯ পিএম
খাবার স্যালাইনের উদ্ভাবক রিচার্ড মারা গেছেন

জনস্বাস্থ্য গবেষক ও খাবার স্যালাইনের অন্যতম উদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল𝓀 ৮৩ বছর।

মঙ্গলবা𝕴র (২🐽২ অক্টোবর) আমেরিকার বোস্টন শহরে তিনি মারা যান। 

৭০-এর দশকে প্রাণঘাতী ডায়রিয়া নিরাময়ে সহ-গবেষক হিসেবে রিচার্ড অ্যালান খাবার স্যালাইন ফর্মুলার চূড়ান্ত রূপ দেন। তার এই যুগান্তকারী উদ্ভাবন ডায়রিয়া থেকে বাংলাদেশඣসহ বিশ্বের লাখ লাখ মানুষের জীবন রক্ষায় সহায়ক হয়।

ড. রিচার্ড ক্যাশ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে জনমত তৈরি, অর্থ সংগ𓆏্🎉রহ ও স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ༺ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা প্রদান করে। 

জীবদ্দশায় জনস্বাস্থ্যে অবদানের জন্য পেয়েছেন অনেক আন্তর্♊জাতিক স্বী༺কৃতি। 

Link copied!