জনস্বাস্থ্য গবেষক ও খাবার স্যালাইনের অন্যতম উদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মাꦏরা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মঙ𒅌্গলবার (২২ অক্টোবর) আমেরিকার বোস𒈔্টন শহরে তিনি মারা যান।
৭০-এর দশকে প্রাণঘাতী ডায়রিয়া নিরাময়ে সহ-গবেষ💖ক হিসেবে রিচার্ড অ্যালান খাবার স্যালাইন ফর্মুলার চূড়ান্ত র🌟ূপ দেন। তার এই যুগান্তকারী উদ্ভাবন ডায়রিয়া থেকে বাংলাদেশসহ বিশ্বের লাখ লাখ মানুষের জীবন রক্ষায় সহায়ক হয়।
ড. রিচার্ড ক্যাশ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে জনমত তৈরি, অর্থ সংগ্রহ ও স্বাধীন 🧔দেশ হিসেবে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা প্রদান করে।ജ
জীবদ্দশﷺায় জনস্বাস্থ্যে অবদানের জন্য পেয়েছেন অনেক আন্তর্জাতিক স্বীকৃতি।