• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুক্তি পেলেন বুশরা বিবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৯:১৭ পিএম
মুক্তি পেলেন বুশরা বিবি
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

কারাগার থেকে মুক্তি প꧃েয়েছেন পাকিস্তানের সাবেক প্রধান൩মন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।

বৃহস্পতিবার (২৪ অ൲ক্টোবর) দীর্ঘ ৯ মাস কারা🍌গারে থাকার পর তিনি মুক্তি পান।

সামাজিক যোগ🐈াযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছে প💞িটিআই।

বুধবার (২৩ অক্টোবর)  ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তোশাখানা মামলায় বুশরা বিবির জামিন মঞ্জ꧂ুর করেন। এই জামিনের ভিত্তিতে আজ একটি বিশেষ আদালত তার মুক্তির নির্দেশ দেন।

বুশরা বিবি তোশাখানা মামলায় গত ৩১ জানুয়ারি ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হন। একই মামলায় ইমরান খানকেও সমান মেয়া♋দের সাজা দেওয়া হয়েছিল।

বুশরা বিবিকে ৩১ জানুয়ারির রায়ের প꧒র পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়। একই কারাগারে ইমরান খানও আটক রয়েছেন। গত বছরের ৫ আগস্ট থেকে বন𒀰্দি রাখা হয়েছে ইমরান খানকে। তিনিও তোশাখানা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হন এবং তাকেও একই কারাগারে রাখা হয়।

ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ১৪ কোটি রুপির মূল্যবান রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন। প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে উপহারগুলো পেয়েছিলে🅺ন। ২০১৮-২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময়ে 𒁏ইমরান খান রাষ্ট্রীয় কোষাগারে এসব উপহার জমা না দিয়ে বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে।

গত বছরের ১৩ জুলাই ইমরান ও 🎃বুশরাকে তোশাখানা মামলায় গ্রেপ্তার করা হয়। একই দিন ইসলামি বিধিবহির্ভূত নিকাহর অভিযোগ থেকে তাদের খালাস দেওয়া হয়। তবে বুশরা বিবির মুক্তির পরও ইমরান খান কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে গত ৯ মে ঘটনার পর একাধিক মামলা চলছে।

এদিকে বুশরা বিবির মুক্তির পর পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইমরান꧟ খান ও তার স্ত্রীকে কেন্দ্র করে যে মামলাগুলো চলছিল, তা পাকিস্তানের বিচার ও রাজনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে ত🌳ুলেছে।

ইমরান খানের দল পিটিআই এই মুক্তিকে ꦓনতুন করে রাজনৈতিক শক্তি অর্জনের ইঙ্গিত হিসেবে দেখছে।

Link copied!