গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। মৃত্যুর মিছিল🥃ে-মিছিলে নরকে পরিণত হয়েছে গাজা উপত্যকা। মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে খোদ ইসরায়েলেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে যু🐈দ্ধ বন্ধের আহ্বান জানান।
গত ৭ অক্টোবর হামা♌সের হামলার পর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধ যেন♏ দীর্ঘ হতে যাচ্ছে।
বর্তমানে হামাসের হেফাজতে দুই শতাধিক ইসরায়েলি নাগরিক বন্দী রয়েছে। বি🌃ক্ষোভকারীরা হামাসের হাত থেকে বন্দীদের ফিরিয়ে আনার জন্য ‘বন্দী চুক্তি’ নিয়ে আলোচꦦনার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে ইসরায়েল-ফিলিস্তিন যু🐷দ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্যস্ততম গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালেও জড়ো হয়েছিল শত শত মানুষ। শহরের চলাচলের গুরুত্বপূর্ণ হাব হিসেবে পরিচিত স্থানটিত𒁏ে গত শুক্রবার কালো টি-শার্ট পরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন তারা।
চলমান ওই র্যালির কারণে ম্যানহাটনে অবস্থিত গুরুত্বপূর্ণ ট্রেন টার্মিনালটি সাময়িকভাবে বন্ধ হয়ে গ🐼িয়েছিল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম🐻 খেয়েছিল নিউইয়র্ক পুলিশ। সেখানে অন্তত ২০০ বিক্ষোভকারীকে আটক করে দেশটির পুলিশ।
ইহুদি মার্কিন নাগরিকসহ বিক্ষোভকারীদের টি-শার্টে ‘এখনই যুদ্ধবিরতি চাই’, ‘আমাদের নামে (যুদ্ধ) নয়’ ইত্যাদি লেখা দেখতে প🥃াওয়া যায়। এ ছাড়া ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে ও গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান 🌳জানিয়ে করা ব্যানারও দেখা যায়।
সেখানে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে যে ‘আর অস্ত্র নয়। আর যুদ্ধ নয়।💖 আমরা লড়াই করছি যুদ্ধবিরতির জন্য।’
ফিলিস্তিনের পক্ষে ও যুদ্ধ বন্ধের ব্যানারগুলো টার্মিনালের সিঁড়ি থেকে শুরু করে প্ꦚরস্থান বোর্ডজুড়ে টানানো হয়েছে। তার মধ্যে একটি ব্যꦉানারে লেখা, ‘মৃতদের জন্য শোক এবং জীবিতদের জন্য নরকের মত যুদ্ধ।’
এদিকে 🌃ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, ইসরায়েলি স্থলবাহিনী গত শুক্রবার রাত থেকে গাজায় অভিযান আরও বাড়াচ্ছে। সূত্র: আল-জাজিরা