ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরাইলের ইহুদিব💧াদী সেনাদের জন্য একটি ফাঁদ পেতেছিল। আর সেই ফাঁদে পা দিয়েছিল ইসরাইলি সেনারা।
এতে🍨 অজানা সংখ্যক দখলদার সেনা ෴হতাহত এবং ধরা পড়েছে।
ফিলিস্তিন﷽ি স্বাধীনতাকামী সংগঠন 🐼হামাসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
আল জাজিরা জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রꦫেডের মুখপাত্র আবু ওবাইদা এ তথ্য জানিয়েছেন।
উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটানো 🌼হয় বলে দ🎶াবি করেছেন তিনি।
তবে হামাসেཧর এ💖 দাবি অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।
এদিকে হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র ওসামা হামাদান বলেন, ইসরাইলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হব🌜ে না। এ ধরনের আলোচনা বরং ইসরাইলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেয়।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত 🍸হয়েছেন ৮০ হাজার ৪২০ জন।
দক্ষিণ রাফায় ইসরাইলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরাইলি বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে। কিন্তু ইসরাইল আন💧্তর্জাতিক আদালতের সে আদেশকে পাত্তাই দিচ্ছে না।
নাম না প্রকাশের শর্তে ইসরাইলি স🐓েনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ কোনো জেনারেলের আদের্শ নয়, যে আমরা মানতে বাধ্য।