২০১২ সালে⛎র ডিসেম্বরে দিনাজপুরের চিরিরবন্দরে এক শিবির সদস্য নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
মামলায় তিনি ছাড়াও আরও ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ৩০০-৪০ꦏꦕ০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) নিহতের বড় ভাই নাজম👍ুজ শাহাদাত বিপ্লব বাদী হয়ে &n💙bsp;চিরিরবন্দর থানায় এ মামলা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এ তꦅথ্য নিশ্চিত করছেন।
নিহত মোজাহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা༒ উপজেলার গোয়াল🍷ডিহি বেশার পণ্ডিতপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে ছিলেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে হরতাল কর্মসূচি দেয়। আগের সন্ধ্যায় হরতালের সমর্থনে চিরির꧙বন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয় ও লাঠিসোটা, ইটপাটকেল, দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলায় শিবিরকর্ম🀅ী মোজাহিদুল ইসলাম আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সে সময় রংপুর কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু🉐 মামলা করা হয়।
নিহতের বড়ভাই নাজমুজ শাহাদাত বিপ্লব জানান, আসামিদের হুমকি-ধামকির কারণে এতদিন তারা মামলা করতে পারেননি🌌।
🐲মামলারℱ অন্যান্য আসামিদের মধ্যে আছেন সাবেক অর্থমন্ত্রীর ভাই শামীম হাসান, খানসামা উপজেলার সাবেক চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক।