দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মঙ্গলবারের (১৫ অক্টোবর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া চলতি মাসে সৃষ্টি হতে পারে আরও দুটি লঘুচাপ। য𒅌ার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় বৃষ্টিও বুঝি চলে গেল, সে কথা বলার আর সুযোগ নেই। মঙ্গলবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে মৌসুমি বায়ু বিদায় নিলেও মাসজুড়ে বৃষ্টির ⭕পূর্বাভাস রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে অন্তত ৩টি লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হবে।
কয়েক বছরের মধ্যে𓃲 গেল সেপ্টেম্বরে ৩৩ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে দেশে। এমন আবহাওয়ায় এবারের শরৎ কাটছে জলভরা মেঘলা আ🔥কাশ নিয়েই।
জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, আশঙ্কা করা হচ্ছে আসন্ন তিনটি লঘুচাপের অন্তত একটি নিম্নচাপ হয়ে ঘূ🌜র্ণিঝড়ে পরিণত হতে পারে। এর ফলে বৃষ্টির আগে বাড়বে গরম। তাই এবারের কার্তিকে শীতের চিরায়🐈ত চরিত্রেও হেরফের হতে পারে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আরও স্পষ্ট হচ্ছে দেশে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর, রাজ⭕শাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তি🀅ত থাকতে পারে।