সোমালিয়ার লোয়ার শাবেল অঞ্চলে একাধিক বোমা বিস্ফো⛦রণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বারিরে গ্রামে এ প্রাণহা🥀নির ঘটনা ঘটে।
বুধবার (২১ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বল🅘া হয়, সোমালিয়ার লোয়ার শাবেল অঞ্চলে অপর এক সহিংসতায় কমপক্ষে দশ জন মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা ও একজন সৈন্য জানিয়েছেন, মঙ্গলবার সোমালিয়ার ﷽রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বারিরে গ্রামে দূর-নিয়ন্ত্রিত একাধিক বোমা বিস্ফোরণে প্রাণহানির ওই ঘটনা ঘটে।
সৈনিক নুর দিরিয়ে রয়টার্সকে বলেছেন, “প্রথম একটি বোমা বিস্ফোর♋ণে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়। তারপর অনেক বেসামরিক ব্যক্তি এবং আমরা সৈন্যরা প্রথম বিস্ফোরণ থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা শুরু করি। একপর্যায়ে অনেক লোক একত্রিত হলে দ্বিতীয় ﷽বোমাটি বিস্ফোরিত হয়।”
এদিকে সোমা💟লিয়ায় স্থানীয় সংসদে ভোটদান পদ্ধতিতে পরিবর্তন নিয়ে বিতর্কের জেরে সহিংসতায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। দেশটির আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ পান্টল্যান্ডে ভয়বাহ লড়াইয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দেশটির সেনা সদস্যরাও রয়েছেন। মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা এসব তথ্য জানিয়েছেন।
গারওয়ে পাবলিক হাসপাতালে কর্মরত ডা. আবদিরসাক আহমেদ বলেন, সহিংসতায় অন্তত ২৬ জন 🌃মারা গেছেন। নিহতদের মধ্যে ১৬ জন সৈন্য। নিহতদের মধ্যে কি𒉰ছু ব্যক্তির মরদেহ ওই হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমালিয়ার প্রধানমন্ত্রী হামজা আবদি বারে একে-অপরের প্রতিদ্বন্দ্বীদের ‘বন্দুকের নলের পরিবর্তে’ সংলাপের মাধ্যমে তাদের মতপার্থক্য সমাধান করতে জরুরি আবেদন করেছেন। তিনি বলেছেন, পান্টল্যান্ড হচ্ছে শান্তির আবাসস্থল এবং ২০ বছর ধরে সরকার থাকার পর সেখানকার রাজধানীতে যু🧸দ্ধ শুরু হওয়া অগ্রহণযোগ্য।