রাশিয়া ছেড়ে যাচ্ছেন লাখ লাখ নাগরিক। ℱ২১ সেপ্টেম্বর সেনা সমাবেশের ঘোষণা আসার পর দলে দলে দেশ ছাড়ছেন যুদ্ধে যাওয়ার উপযুক্ত নাগরিকরা। তারা রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে পারি জমাচ্ছেন। অনেকেই বেরিয়ে পড়েছেন শুধু পাসপোর্ট নিয়েই।
বিবিসি জানায়, এমন অবস্থায় যে রুশ নাগরিকরা মঙ্গোলিয়ায় আশ্রয় চাইবেন, তাদের বসবাসের অনুমতি দেবে দেশটি। তবে কত দিনের জন্য অনুমতি দেওয়া হবে তা জানানো ꦏহয়নি।
মঙ্গোলিয়ার ইমিগ্রেশন এজেন্🐻সির প্রধান নেরগুইন উগানবায়ার জানিয়েছেন, গত এক সপ্তাহে সীমান্ত সংলগ্ন গ্রাম আলতানবুলাগ দিয়ে ৬ হাজার ২ শত ৭৮ জন রুশ মঙ্গোলিয়ায় প্রবেশ করেছেন।
যদিও রাশিয়ার সেনা সমাবেশে রিজার💮্ভ থেকে সেনা আহ্বান করা হয়েছে, তবুও যুদ্ধে যাওয়ার উপযুক্তরাও আতঙ্কে দেশত্যাগ করছেন। রুশ নাগরিকরা ভিসা ছাড়াই মঙ্গোলিয়ায় যেতে পারেন এবং ৩০ দিন সেখানে অবস্থান করতে পারেন। এরপর সময় বাড়ানোর আবেদন করতে পারেন তারা।
রাশিয়ার পꩲার্শ্ববর্তী আরেক দেশ কাজাখাস্তান জানিয়েছে, পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর ৯৮ হাজার রুশ দেশটিতে পারি জমায়। জর্জিয়া জানিয়েছে, প্রতিদিন প্রা🐲য় ১০ হাজার মানুষ প্রবেশ করছে সেখানে।
এর আগে লন্ডন জানিয়েছিল এক সপ্তাহে প্রায় পৌনে দুই লাখ মানুষ রাশিয়া ত্যাগ করেছে। তবে রাশিয়া ত্যাগকারীদের জন্য সীমানা বন্ধ রেখেছে ফিনল্যান্ড, পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লি💎থুনিয়া।