• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৯৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৯:২৬ এএম
মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৯৬

আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তি⛎শালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত ২৯৬ জন নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ꦫরাত ১১:১১ (২২১১ জিএমটি) মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণা𒈔লয় জানিয়েছে, মরক্কোর বিভিন্ন অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ২৯৬ জন ꦑনিহত হয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৫০০ বছরের মধ্যে ওই এলাকায় এত বড় ভূমিকম্প হয়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রা💖য় ৭৫ কিলোমিটার (৪৪ মাইল) দꦑূরে আটলাস পর্বতমালার ওকাইমেডিনের স্কি রিসোর্টের কাছে।

শুক্রবার রাতে হওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে রাবাত ও 📖মারাকাশসহ গোটা এলাকা। আতঙ্কিত সাধারণ মানুষ রাস্তায় নে꧋মে আসেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্📖ছে, ভূমিকম্পের ফলে অনেক ভবনের দেয়াল ফেটে গেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেচের 🃏বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, পুরনো এই শহরের বꦛেশ কিছু ভবন ধসে পড়েছে।

Link copied!