ভারতের কেরালায় ওয়েনাড জেলার পার্বত্য এলাকায় ব্যাপক ভূমিধসে কমপক্ষে শতাধিক মানুষ আটকা পড়েছেন। 🍷;
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিব🎀েদনে এ তথ্⛦য জানানো হয়।
কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার ꩲরেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়ে𒀰ছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভূমিধসের কারণে শতাধিক মানুষ আটকা পড়েছেন। ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ 💟।
কেরালায় ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা নতুন কিছু নয়। এক🌄সময় কেরালা রাজ্যের যেসব জলভূমি ও হ্রদগুলোকে বন্যার বিরুদ্ধে প্রাকৃতিক রক্ষাকবচ মনে করা হতো, সেগুলো ক্রমবর্ধমান নগরায়ণের কারণে বিলীন হয়ে গেছে। ২০১৮ সাল♊ে কেরালায় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়, বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।