ইসরায়েলের সঙ্গে বিদ্যুৎ ও পানি সরবরাহের চুক্তিতে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ জর্⛄ডান। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানায়।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ইসরায়েল-হামাস সংঘাতের দিকে ইঙ্গিত করে আল-জাজিরাকে বলেন, “আমরা আঞ্চলিক কিছু প্রকল্পের জন্য সংলাপ করেছিলাম। কিন্তু এ যুদ্ধ প্রমাণ 🐈করে দিয়েছে, প্রকল্পটি বাস্তবায়ন করা হবে না।”
ইসরায়েল সীমান্তের পূর্বাঞ্চলে থাকা এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা এ চুক্তি স্বাক্ষর করছি না। আপনারা ভাবতে পারেন, একজন জর্ডানের মন্ত্রী ইসরায়েলের একজন মন্ত্রীর সঙ্গে বসꦯে পানি ও বিদ্যুতের চুক্তি স্বাক্ষর করছে, যেখানে ইসরায়েল গাজায় শিশুদের হত্যা করে যাচ্ছে।”
জর📖্ডান ও ইসরায়েলের মধ্যে ১৯৯৪ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে জর্ডান ইসরায়েলের নিয়ন্ত্রণ থেকে তাদের কিছু জমি নিজেদের দখলে নিয়🌱ে নেয়।
আয়মান সাফাদি আরও বলেন, “আমরা ১৯৯৪ সালে দুই দেশের সমস্যার সমাধানে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করি। কিন্তু চুক্তিটি সফল হয়নি। এদিকে ইসরায়েলও চুক্তির ♐শর্ত পালন করেনি।”
গাজায় ইসরায়েলের🔜 হামলার কারণে চলতি মাসে জর্ডান ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। সাফাদি জানান, বিশ্ব যদি এ যুদ্ধের বিষয়ে কথা বলতে চায়, 🐈তাহলে তাদের এ যুদ্ধ বন্ধ করাতে হবে।