• ঢাকা
  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইরানের প্রতিরোধের মুখে হামলা সমাপ্ত ঘোষণা ইসরায়েলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ১০:১৭ এএম
ইরানের  প্রতিরোধের মুখে হামলা সমাপ্ত ঘোষণা ইসরায়েলের
ছবি : রয়টার্স

ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেও൩য়ার দাবি করেছে। এরই মধ্যে ইরানে হামলা ‍‍‘সম্পূর্ণ‍‍’ হওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

শনিবার (২৬ অক্টোবর) কাতারভিত্তিক বা🎶র্তা সংস্থা আল-জাজিরার𝐆 প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‍‍‘ইসরায়েলের ওপর ইরানেরꦅ হামলার প্রতিক্রিয়া সম্পূর্ণ করেছে‍‍’ ইসরায়েলের সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সুনির্দিষ্ট হামলা চালꦕিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তা💧ৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি।”

তিনি হুমকি দেন, ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে ইসরায়েল ‍‍♎‘প্রতিক্রিয়া জানাতে বাধ্য🦩‍‍’ হবে।

এর আগে স্থানীয় সময় ভোররাতে ইরানে হাম💞লা চালায় ইসরায়েল। একটি ফুটেজে দেখা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

ইরানের রাষ্ট্রায়⛦ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা বাহিনী ‍‍‘তেহরান প্রদেশের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে‍‍’।

সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিত𒀰ে প্রস্তুত।

ইরানের ইসলামিক রেভল✅্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সূত্র জানিয়🎉েছে, ‍‍‘কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যেকোনো কাজের আনুপাতিক প্রতিক্রিয়া পাবে।‍‍’

ইসরা🌺য়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তা🅠রা ‍‍‘ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে‍‍।’

ইরানের রাজধানী ত⛦েহ🌊রান ও এর আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

আল-জাজিরার ꦯএক প্রতিবেদনে বলা হয়, তেহরানে বিস্ফোরণের যে শব্দ পাওয়া গেছে, সেগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বলে জানিয়েছে💛ন ইরানি কর্মকর্তারা।

ইসরায়েলের হামলার বিষয়ে ইরানি কর্মকর্তা দাবি করেন, ‍‍‘আমরা নিশ্চিত করত💦ে পারি যে এর মধ্যে বেশির ভাগই ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা নয়।‍’

তারা আরও বলেন, ‍‍‘প্রশ্ন হচ্ছে এগুলো ক𓃲োথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে—ইসরায়েল নাকি অন্য কোথাও? কারণ, সাধারণত এই মানের ড্রো🅘নের রেঞ্জ দীর্ঘ হয় না।‍‍’

ইরান বলছে, কোনো সামরিক লক্ষ্যবস্তুতে যথাযথভাব🌠ে আঘাত লাগেনি। এমনকি ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের🦄 তথ্যও নিশ্চিত করেনি দেশটি।

ইসরায়ে🎐ল ইরানে হামলা চালিয়েছে স্থানীয় সময় ভোররাতে। সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই হামলার মাত্রা, হতাহতের সংখ্যা ও লক্ষ্যবস্তুও আরও স্পষ্ট হবে।

ইসরায়েলি সামরিক হামলার পর ইরানি কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বন্ধ করে দিয়েছে। কত সময় এটি বন্ধ থাক🐎বে সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষও স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাদের তাদের আকাশসীমা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ ছাড়া, নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছেন ইরাকও।

গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানের হামলার কয়েক সপ্তাহ পরে পাল্টা হামলা করলো ইসরায়েল। গাজা ও লেবাননে ইসরায়েলের অমানবি💎ক হামলা এবং হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সে সময় বলেছিল, ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের ‍‍‘গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনা‍‍🐭।’

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনি꧃য়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরান ‍‍‘বড় ভুল করেছে‍‍’ এবং ‍‍‘এর মাশুল দিতে হবে‍‍’।

ইরানও জানিয়েছিল, পাল্টা হামলা হলে ꩲতার সমুচিত জবাব দেওয়া হবে।

Link copied!