ইরানে গত কয়েক মাসে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২২ হাজার ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। দেশট𒉰ির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি বিষয়টি নিশ্✅চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, সব মিলিয়ে ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে। এর মধ্যে ২২ হাজার জন স♔রাসরি বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভিন্꧋নমতের বিরুদ্ধে মারাত্মক দমন-পীড়নের সময় বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়া কয়েকজনসহ ‘হাজার হাজার’ বন্দিকে ক্ষমা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয💧়াতুল্লাহ আলী খামেনি।
গোলাম ♌হোসেইন মোহসেনি বলেছেন, বিক্ষোভে অ🌜ংশ নিয়ে গ্রেপ্তার হওয়া ২২ হাজার জনসহ এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে।
যদিও ক্ষমা পাওয়া ব্যক্তিদের কখন মুক্তি দেওয়া হবে, সে🥂 বিষয়ে ক🎃িছুই জানাননি তিনি।
গত সেপ্🍨টেম্বরে ইরানের পুলিশের হেফাজতে থাকাকালীন এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটিতে হিজাব পরার কঠোর বিধান লঙ্ঘনের দায়ে ওই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেছ🍒িল।
পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইরান সরকার এ আন্দোলন দমাতে সহিংস পদ্ধতির আশ্রয় নিয়েছে। এমনকি এ আন্দোলনে বিপুলসংখ্যক প্রাণহানি ঘটেছে বলে জানায় তারা। বিক্ষোভের সಞময় ইরানের নিরাপত্তারক্ষীদের হাতে ২ থেকে ৪ শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে। যা এই আন্দোলনকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে রক্তাক্ত আন্দোলনের তকমা দিয়েছে।