ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই সেনা নিহত হয়েছไেন। এ নিয়ে শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলি হামলায় চারজন ইরানি সেনার নিহত হওয়ার খবর দিয়েছে তেহরান।
এ হামলার প্রতিশোধ প্রসঙ্গে ইরানের সামরিক প্র♉ধান মেজর জেনারেল আবদোলরাহিম মৌসাভি জানিয়েছেন, তার দেশ ‘উপযুক্ত সময়ে’ ইসরায়েলি হামলার জবাব দেয়ার অধিকার রাখে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল শনিবার ভোর থেকে ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল। এর ♛কয়েক ঘণ্টা🐲র মাথায় হামলার ‘সমাপ্তি’ ঘোষণা করে ইসরায়েল।
১ অক্টোবরের ক𒅌্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাসব্যাপী হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
এ হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে ই✤রান প্রতিজ্ঞাবদ্ধ।”
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরকারি ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বল𒁃েন, “আমরা এর আগেও আমাদের স꧒ংকল্প রক্ষার প্রমাণ দিয়েছি।”
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজকে বলেছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ꧟রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো ๊পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’
হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রি♏য়ায় ১ অক্টোবর ইসরায়েলে প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলা চালা📖য় ইরান। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেল আবিব। তবে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সমর্থন দেয়নি আমেরিকা।