ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত লেবাননের শিꦜয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। হত্যাকাণ্ডের খবর পেয়েই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে๊ন, “প্রতিশোধ ছাড়া ছেড়ে দেওয়া হবে না।”
নাসরুল্লাহ হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যজুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে। হিজবুল্লাহপ্রধানের হত্যাকাণ্ডকে🥂 ‘ন্যায়বিচারমূলক পদক্ষেপ’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোꦓ বাইডেন। বিশ্বের অন্য নেতারা কে কী বলছেন তা নিয়ে কৌতুহল বাড়ছে।
যুক্তরাষ্ট্র
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘নাসরুল্লাহর মৃত্যু তার হত্যাকাণ্ডের শিকার বহু মানুষের জন্য ন্যায়বিচারমূলক পদক্ষেপ। হিজ♉বুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি এবং ইরানের সমর্থনপুষ্ট অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আর সেই অধিকারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনও আছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘নাসরুল্লাহ একজন সন্ত্রাসী ছিলেন, তা🎶ঁর হাতে মার্কিনদের রক্তও লেগে আছে।’ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রভাবশালী রিপাবলিকানরাও নাসরুল্লাহকে ‘বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসীদের একজন’ বলে বর্ণনা করেছেন।
রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সন্দেহাতীতভাবে ইসরায়েলের সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা জানাই। এখনই লেবাননে সামরিক অভিযান বন্ধ করার তাগিদ দিচ্ছি।’ এই হত্যাকাণ্ড (নাসরুল্লাহ) ওই অঞ্চলে꧟র জন্য ‘দুঃখজনক’ পরিণতির কারণ হতে পার এবং ইসরায়েলকে এর ‘সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে’।
চীন
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহপ্রধানের হত্যাকাণ্ডের ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে চীন। সঙ্গে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের উদ্যোগেও আপত্তি জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘চীন এই ঘটনা ও পারিপার্শ্বিকতার ওপর নজর রাখছে এবং এ অঞ্চলে অস্থিরতা বেড়ে যাওয়া💙র সম্ভাবনায় উদ্বিগ্ন। চীন সব পক্ষ, বিশেষত ইসরায়েলকে পরিস্থিতিকে ‘ঠাণ্ডা’ করার জরুরি উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছে।’
জার্মানি
🍰জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এআরডি টেলিভ🅘িশনকে বলেছেন, এই হত্যাকাণ্ড পুরো লেবানন অস্থিতিশীল হয়ে ওঠার হুমকি তৈরি করেছে। যেটা কোনোভাবেই ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের জন্য ভালো না।
যুক্তরাজ্য
পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা রক্তপাত বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তღার বিষয়ে একমত হয়েছি। লেবানন ও ইসরায়েলি জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র উপায় কূটনৈতিক সমাধান।’
ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট ইসরায়েলকে ‘এখনই লেবাননে তাদের হামলা বন্ধ করতে’ বলেছেন। দেশটির পররাষ্ট্র মন্তඣ্রণালয় থেকে এক বিবৃতিতে অন্যান্য পক্ষ, বিশেষ করে হিজবুল্লাহ ও ইরানকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকতে বলেছে, যেটা ওই অঞ্চলকে আ🧔রও বিশৃঙ্খল করতে তুলতে পারে।
কানাডা
নাসরুল্লাহকে ‘একটি সন্ত্রাসী সংগঠনের নেতা’ বলে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেছেন, তারা হামলা চালিয়ে নিরপরাধ বেসামরিক মানুষদের হত্যা করেছে। ফলে ওই অঞ্চলজুড়ে অসহনীয় দুর্ভোগ নেমে এসেছে।
তিনি বেসামরিক মানুষকেꦫ সুরক্ষায় আরও বেশি কিছু করার আহ্বান জানিয়েছেন। কঠিন এই সময়ে তিনি সবাইকে শান্ত ও সহনশীল থাকার কথাও ⛎বলেছেন।
জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় বৈরুতের পরিস্থিতিতে যে নাটকীয় উত্তেজনার☂ সৃষ্টি হয়েছে’, তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
ইরান
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে𒀰ন, নাসরুল্লাহর মৃত্যু ‘তাদের ধ্বংস ডেকে আনবে’। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নাসরুল্লাহ যে কাজ করছিলেন, সেটা তার মৃত্যুর পরও অব্যাহত থাকবে। এক্সে এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি লিখেছেন, ‘তার (নাসরুল্লাহর) পবিত্র লক্ষ্য কুদস (জেরুজালেম) মুক্ত করা হবে, ইনশা আল্লাহ।’ নাসরুল্লাহর মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন খামেনি।
তুরস্ক
ইসরায়েলের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। যদিও গাজায় সামরিক অভিযান নিয়ে ইসরায়েলের তীব্র সমালোচ♋না করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক্সে এক পোস্টে তিনি লেখেন, লেবাননে ‘গণহত্যা’ হয়েছে। তবে তিনি সরাসরি নাꦰসরুল্লাহর নাম নেননি।
সৌদি আরব
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়লাস বিন ফারহান আল সৌদ বলেছেন, ‘প🌳ুরো অঞ্চলে এই উত্তেজনা বৃদ্ধির নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে। ওই অঞ্চলে একটি সত্যিকারের যুদ্ধ শুরু হওয়া এড়িয়ে যেতে আমরা সব পক্ষকে প্রজ্ঞা এবং সংযম প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি।’