ওশেনিয়ার দেশ নিউজিল্যান্💞ডে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এবিসি নিউজের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ক্রাইস্টচার্চ থেকে প্রায় ১২৪ কিলোমিটার পশ্চিমের মধ্য দক্ষিণ দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১১ কিলোমিটা🔯র। যা তুলনামূলকভাবে অগভীর। অগভীর ভূমিকম্প বেশি জোরালোভাবে অনুভূত হয়।
নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বলেছে, ভূমিকম্পটির ফলে সুনামির কোনো ঝুঁকি তৈরি হয়নি। ফলে কোনো ক্ষয়ক্ষত♚ির রিপোর্টও পাওয়া যায়নি।
১৪ হাজারের বেশি মানুষ জিওনেট মনিটরিং এজেন্সির কা🥀ছে ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। বাসিন্দারা একটি শক্তিশালী, দোলনার গতি অনুভব করেছেন।
৫০ লাখ মানুষের আবাস নিউজিল🔜্যান্ডকে কখনো কখনো মজা করে ‘শেকি আইলস’ বলা হয়। মূলত অতিরি﷽ক্তসংখ্যক ভূমিকম্প আঘাত হানার কারণেই এ খ্যাতি।
ভূখণ্ডটি ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। এই সিসিমিক ফল্টের চাপের ফলে প্র𝓀শান্ত মহাসাগরের চারপাশে ভূম⛄িকম্প ও আগ্নেয়গিরির ঘটনা বেশ সাধারণ।