এশিয়ার দেশ মিয়ানমারে𒆙র বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন🔯ে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে অগভীর এই ভুমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও বার্তা সংস্থা এএফপি। এত তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় র𓄧াত ৮টা ৫৫ মিনিটে ৮০ লাখ অধিবাসীর শহরটি ভূমিকম্পে কেঁপে ওঠে। এটি প্রায় এক মিনিট স্🎀থায়ী হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ও এএফপি।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভূℱমির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। যার কেন্দ্রস্থল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে। ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
মিয়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে সা꧂ধারণ ঘটনা। কারণ দেশটি টেকটোনিকভ𒐪াবে সক্রিয় অঞ্চলে অবস্থিত।