চীনের দক্ষিণাঞ্চলের ঝুহ꧒াই শহরে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক চালক। এতে ৩৫ জন নিহত ও আহত হয়েছেন ৪৩ জন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ নভেম্বর) চীনা পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা 🅘সংস্থা এএফপি।
এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, ঝুহাই স্পোর্টস সেন্টা𒆙রে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই গাড়িচালক ফ্যান। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা এই ঘটনার বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে। তবে কিছু ফুটেজ এখনো অনলাইনে রয়🌺েছে। এতে দেখা যায়, হামলার স্থলে অনেক মানু𓆉ষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও পথচারীরা সেখানে তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।
চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনা সংবাদমাধ্যম কাইক্সিনকে বলেন, “হামলার সময় কমপক্ষে ছয়টি দল হাঁটার জꦑন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিল। সেখানে রাস্তার পাশ ঘেঁষে প্রত্যেক দিনই শরীর চর্চা করেন এসব দলের সদস্যরা।”
চেন জানান, তিনি যে দলে ছিলেন, সেই দলের সদস্যরা স্টেডিয়ামের চারপাশে তৃতীয় চক্কর শেষ করার সময় হঠাৎ তীব্রไ গতিতে 🐎ছুটে আসা একটি গাড়ি তাদের আঘাত হানে। এতে অনেকেই রাস্তায় পড়ে যান।
অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, “গাড়িটি পূর্ব, দক্ষিণ, পশ্চিম এবং উত্তর; চতুর্দিকেই নির্বিচারে লোকজনের ওপর চালিয়ে দেওয়া হয়ে𒉰ছে। সারা রাস্তায় লোকজন গাড়িটির নিচে চাপা পড়েছেন। আহতদের মধ্যে অনেক বয়স্ক মানুষ ছাড়াও কিশোর ও শিশুও রয়েছে।”